মাটিতে লুটিয়ে পড়ে রণজয়, সুস্থ আছেন তো! হঠাৎ কী হল অভিনেতার?

Aug 07, 2024 | 8:52 PM

Ranojoy Bishnu: চলছে পুরো দমে ধারাবাহিকের শুট। আর তাই মাঝে এ কী কাণ্ড? মাটিতে লুটিয়ে রয়েছেন রণজয়। বৃষ্টি পড়ছে অঝোরে, তারই মাঝে জ্ঞান হারালেন তিনি? সুস্থ আছেন তো!

মাটিতে লুটিয়ে পড়ে রণজয়, সুস্থ আছেন তো! হঠাৎ কী হল অভিনেতার?

Follow Us

বেশ কিছুদিন ধরে চর্চায় রণজয় বিষ্ণু। বর্তমানে ধারাবাহিকের সঙ্গে যুক্ত অভিনেতার ব্যক্তিজীবন নিয়ে বেশকিছুটা জলঘোলা হয়। যদিও তার সব উত্তরই স্পষ্ট করে দিয়েছিলেন তিনি একাধিক সাক্ষাৎকারে কিংবা সোশ্যাল মিডিয়া পোস্টে। জানিয়েছিলেন আইনি পদক্ষেপ করার কথাও। যদিও সেসব এখন অতীত। বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত তিনি। চলছে পুরো দমে ধারাবাহিকের শুট। আর তাই মাঝে এ কী কাণ্ড? মাটিতে লুটিয়ে রয়েছেন রণজয়। বৃষ্টি পড়ছে অঝোরে, তারই মাঝে জ্ঞান হারালেন তিনি? সুস্থ আছেন তো! না, চিন্তার একেবারেই কোনও কারণ নেই। রণজয় দিব্যি আছেন। এই ছবি শুটিং ফ্লোর থেকে ভাইরাল। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন এই ছবি। ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালের জন্য এই শ্যুটিং করেছেন বৃষ্টিতে ভিজে।

সোশ্যাল মিডিয়ায় নিজেই এই ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন– ‘উফফ এই দিনটা ভুলব না.. টিমকে সাধুবাদ . সবাই আমরা সকাল ৮:৩০ থেকে রাত ৮:৩০ অবধি ভিজে শুট করেছি…। বৃষ্টিও থামেনি.. আমাদের কাজও থামেনি .. যেখানে নর্দমার জল ,বৃষ্টির জল , জমা জল সব এক হয়ে গেছে..। তার মাঝখানে আমি গড়াগড়ি দিচ্ছি.. আমার পিঠে , গায়ে,চুলে যে কি কি লেগেছে সেটা আর নাই বা বললাম .. সবশেষে আমার মুখের দিকে দেখুন। যাই হয়ে যাক, আপনাদের কি শেষ পর্যন্ত এই পর্বটি ভাল লেগেছে?’

এর পাশাপাশি শিবের মাথায় জল ঢালার আরও এক দৃশ্য শেয়ার করতে দেখা যায় তাঁকে। ধারাবাহিকের এক বিশেষ অংশের শুটের পিছনের দৃশ্য সকলের সঙ্গে এভাবেই শেয়ার করে নিলেন অভিনেতা।

Next Article