রাখী সাওয়ান্ত কি সত্যিই বিবাহিত? নাকি সবটাই ‘পাবলিসিটি স্টান্ট’? বিবাহিত যদি হয়েও থাকেন স্বামীর সঙ্গে ছবি পোস্ট করেন না কেন তিনি? কেন এত লুকোছাপা?
গত এক বছর ধরে ইন্ডাস্ট্রির প্রধান গুঞ্জনের মধ্যে অন্যতম ছিল এই টপিকটি। অবশেষে প্রকাশ্যে এল সত্যি। খুঁজে পাওয়া গেল অভিনেত্রীর স্বামীকে। প্রথম বার মুখ খুললেন রাখী সবন্তের স্বামী রীতেশ। সংবাদসংস্থাকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে ফাঁস করলেন একগুচ্ছ না জানা তথ্য।
সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে জানা যাচ্ছে, রাখী সত্যিই বিবাহিত। ২০১৯-এর ২৮ জুলাই বিয়ে হয়েছে তাঁর। স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রীতেশ। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর আপত্তিতেই এত দিন একসঙ্গে তাঁদের ছবি প্রকাশ্যে আনেননি রাখি। রীতেশের কথায়, “রাখীই সেরা স্ত্রী। আমি ভেবেছিলাম বিয়ের কথা এবং ছবি প্রকাশ্যে আনতে আমার ব্যবসার ক্ষতি হতে পারে। সে জন্যই লুকিয়ে গিয়েছিলাম।”
তাঁদের বিয়ে নাকি এতটাই ‘হ্যাপেনিং’ যে আস্ত একখানা ছবি হয়ে যাবে, দাবি করছেন রীতেশ। কীভাবে প্রেম শুরু হয়েছিল তাঁদের? কীভাবেই বা কাছে এলেন তাঁরা? রীতেশের কথায়, “প্রথম দেখাতেই প্রেম হয়ে গিয়েছিল আমাদের। ফোনে কথা শুরু হয়। তার পর দেখা সাক্ষাৎ। এর পরেই বিয়ের সিদ্ধান্ত নিই আমরা। আমি রাখিকে বলি আমাদের ছবি মিডিয়া, সোশ্যাল মিডিয়া, কোথাও যাতে লিকড না হয়। ছোট্ট বাচ্চার মতো, একজন আদর্শ স্ত্রীর মতো রাখি সব মেনে নিয়েছে। ও আমার জীবনে এঞ্জেল। ওর ঋণ এ জীবনে শোধ করতে পারব বলে মনে হয় না।”
তা হলে হঠাৎ প্রকাশ্যে এলেন কেন তিনি? রাখী বর্তমানে ‘বিগ বস’-এর বাড়িতে ‘ওয়াইল্ড কার্ড’ হিসেবে এন্ট্রি নিয়েছেন। সেখানেই এক কথা প্রসঙ্গে তিনি জানান, বিয়ে করে ভুল করেছেন তিনি। এক বছর হয়ে গেল তাঁর স্বামী ভারতে আসেননি। তিনি বলেন, “আমার স্বামী ক্যামেরার সামনে আসতে চাইছেই না। বর্তমানে ইওরোপে রয়েছে সে। আমার বিয়ে যে এ ভাবে ট্র্যাজেডি হয়ে যাবে তা আগে বুঝতেই পারিনি।” এর পরেই নেটিজেনদের একটা বড় অংশের কাছে ট্রোল্ড হন রাখি। সবটাই লোক দেখানো– কটাক্ষ করেন অনেকেই। এমতাবস্থায় স্ত্রীর পাশে দাঁড়াতেই সামনে আসার সিদ্ধান্ত নিয়েছেন রীতেশ, এমনটাই জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “ওকে সবাই ভুল বুঝছে। আমার মনে হয় ওই শো-জেতার ক্ষমতা ওর রয়েছে। ওর আসল চেহারাটা কেউ দেখছে না। ভারতের মানুষের কাছে আমি সত্যিটা তুলে ধরতে চাই। ও এত দিন আমার পাশে ছিল। এ বার আমার সময় হয়েছে ওর পাশে দাঁড়ানোর।”
বিগবস হাউজেই কি তবে প্রথম বার ক্যামেরার সামনে আসবেন তিনি? এই প্রশ্নে রীতেশ বলেন, “যদি বিগবস থেকে আমন্ত্রণ পাই তবে নিশ্চয়ই আমি যাব। ওকে সাপোর্ট করব।”