রিলিজ হতে চলেছে রোহমান শলের প্রথম মিউজিক ভিডিও। আর তাই নিয়েই দারুণ উচ্ছ্বসিত সুস্মিতা সেন। ইনস্টাগ্রামে নিজের প্রথম মিউজিক ভিডিওর টিজার শেয়ার করেছেন রোহমান। তারপরই রোহমানকে শুভেচ্ছা জানিয়েছে রোম্যান্টিক কমেন্ট করেছেন সুস্মিতা। শুধু তাই নয়। নিজের ইনস্টা স্টোরিতেও রোহমানের মিউজিক ভিডিওর টিজার শেয়ার করেছেন তিনি। সেই সঙ্গেই নিজের স্টাইলে ইমোজি দিয়ে ‘বয়ফ্রেন্ড’ রোহমানকে ভালবাসাও জানিয়েছেন।
সুস্মিতা সেন আর রোহমান শলের সম্পর্ক বহুদিন ধরেই বলিউডের ওপেন সিক্রেট। দুই তারকা প্রকাশ্যে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনই খোলামেলা আলোচনা করেননি। তবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে বরাবরই দেখা গিয়েছে সুস্মিতার একান্ত মুহূর্ত হোক বা পারিবারিক অনুষ্ঠান, সর্বক্ষণের সঙ্গী রোহমান। ফিটনেস ফ্রিক প্রাক্তন মিস ইউনিভার্সের জিম সেশন বা যোগাসন অভ্যাসের সময়েও সঙ্গে থাকেন রোহমানই।
তবে এবার মডেলিংয়ের পর মিউজিক ভিডিওতেও কাজ করেছেন রোহমান। প্রিয় মানুষের এই সাফল্যে দারুণ খুশি সুস্মিতা। রোম্যান্টিক কমেন্টে অসংখ্য রোম্যান্টিক ইমোজিও দিয়েছেন তিনি। কমেন্টে সুস্মিতা লিখেছেন, “তোমার জন্য গর্বিত। গানটা যেমন সুন্দর, তুমিও অনন্য।“ আদর করে ভালবাসার মানুষকে ‘বাবুশ’ বলেও ডেকেছেন সুস্মিতা। ইনস্টা স্টোরিতেও রোহমানের নতুন কাজের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, “জান, তোমার জন্য গর্বিত”। শোনা গিয়েছে, আপাতত দুবাইতে দুই মেয়েকে নিয়ে ছুটি কাটাচ্ছেন সুস্মিতা সেন। সঙ্গে নাকি রয়েছেন রোহমান শলও।
তবে শুধু সুস্মিতাই যে রোহমানকে অভিবাদন জানিয়েছেন তা কিন্তু নয়, রোহমানই ধন্যবাদ জানিয়েছেন তাঁর জীবনের প্রিয় মানুষটিকে। তিনি লিখেছেন, “সুস্মিতা তোমায় কত ধন্যবাদ দেব জানি না। সবসময় পাথরের মতো ঢাল হয়ে আমার সঙ্গে থেকেছো তুমি। ক্যামেরার সামনে কীভাবে কাজ করতে হয় সেটাই তুমিই শিখিয়েছ আমায়। ধন্যবাদ আমার দুই শয়তান আলিশা আর রেনিকেও। আমায় এই রোম্যান্টিক ভিডিওতে কাজ করতে অনুমতি দেওয়ার জন্য।“ রোহমানের এই মশকরা থেকেই বোঝা যাচ্ছে যে সুস্মিতার সঙ্গে তাঁর সম্পর্ক কতটা গভীর সেটা জানে রেনি আর আলিশাও। পারফেক্ট জুটির রোম্যান্স উপভোগ করে তারাও।
রোহমান শলের প্রথম মিউজিক ভিডিওতে গান গেয়েছেন পাপন। আর অভিনেতার সঙ্গে এই ভিডিওতে দেখা যাবে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী এরিকা জেনিফার ফার্নান্ডেজকে।