একটা নয়, রামচরণের ঘরে আসছে জোড়া সুখবর! কী জানাল পরিবার?
এমনকী, সোশাল মিডিয়ায় ভাইরাল রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনির সাধের ভিডিয়োও। তবে এবার নতুন খবর হল, একটি নয়, রাম চরণের সংসারে এবার আসতে চলেছে জোড়া খবর। হ্য়াঁ, রাম চরণের কোলে এবার আসছে যমজ সন্তান। এই খবরটি নিশ্চিত করেছেন রাম চরণের স্ত্রী উপাসনার মা শোবানা কামিনেনি।

দিওয়ালির রাতেই সোশাল মিডিয়ার হাত ধরে দক্ষিণী তারকা রামচরণ জানিয়ে দিয়েছেন, তিনি ফের বাবা হতে চলেছেন। এমনকী, সোশাল মিডিয়ায় ভাইরাল রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনির সাধের ভিডিয়োও। তবে এবার নতুন খবর হল, একটি নয়, রাম চরণের সংসারে এবার আসতে চলেছে জোড়া খবর। হ্য়াঁ, রাম চরণের কোলে এবার আসছে যমজ সন্তান। এই খবরটি নিশ্চিত করেছেন রাম চরণের স্ত্রী উপাসনার মা শোবানা কামিনেনি।
সোশাল মিডিয়ায় শোবানা লিখলেন, এবারের দিওয়ালি আমাদের জন্য একেবারে ডবল ধামাকা। আসছে বছর উপাসনা এবং রামের সংসারে যমজ সন্তান আসতে চলেছে। এটা আমাদের কাছে ডবল খুশি।
এর আগে ২০২৩ সালের ২০ জুন রাম ও উপাসনার ঘরে আসে প্রথম সন্তান। প্রথমবার কন্যা সন্তানের বাবা হয়েছিলেন রাম চরণ। রামের কন্যা হওয়ায় বিতর্কমূলক কথা বলেছিলেন নাগার্জুন। নাগার্জুন বলেছিলেন কন্যা হওয়ায় খুব একটা খুশি নন তিনি। তা নিয়ে সোশাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছিল। পরে ক্ষমাও চান নাগার্জুন। আর এবার যমজ সন্তানের জন্য অপেক্ষা করছে পুরো পরিবার।
View this post on Instagram
এই মুহূর্তে রামচরণ ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি পেড্ডির শুটিংয়ে। এর আগে তাঁকে দেখা গিয়েছিল গেম চেঞ্জার ছবিতে। গেম চেঞ্জার ছবিতে রামচরণের সঙ্গে দেখা গিয়েছিল কিয়ারা আডবাণীকে। ছবিটি বক্স অফিসে দুরন্ত ব্যবসা করে। তবে সমালোচকদের কাছ থেকে খুব একটা প্রশংসা পায়নি রাম চরণের এই ছবি।
