Happy Birthday Ranbir: কাপুর পরিবারের প্রথম পুরুষ ক্লাস ১০ পাশ করে, কোন মোবাইল গেমের নেশা রণবীরের, জন্মদিনে ৭ অজানা তথ্য

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 28, 2022 | 11:43 AM

Rabir Kapoor: অবসরে শুটিং সেট হোক বা বাড়িতে, হাতে প্রায় মোবাইল থাকে রণবীর কাপুরের। কারণ একটাই, তিনি খেলায় বেজায় মত্ত থাকেন, তবে জানেন সেই খেলা কি!

1 / 7
তাঁর কথায় তিনি আগামী একটা বছর সমস্ত কাজ থেকে দূরে থাকতে চান। সন্তানের সঙ্গে সময় কাটাতে চান। তারপরই তিনি আবারও ফিরবেন সেটে। ফলে আলিয়া ভক্তদের বেশ মন খারাপ।

তাঁর কথায় তিনি আগামী একটা বছর সমস্ত কাজ থেকে দূরে থাকতে চান। সন্তানের সঙ্গে সময় কাটাতে চান। তারপরই তিনি আবারও ফিরবেন সেটে। ফলে আলিয়া ভক্তদের বেশ মন খারাপ।

2 / 7
রণবীর কাপুর- রণবীর ভক্তরা এতক্ষণে ভাবছিলেন, তালিকায় রণবীরের নাম কোথায়! তবে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন তিনি। পাঁচ নম্বর নামটি রয়েছে তাঁরই। সদ্য ব্রহ্মাস্ত্র ছবিতে অভিনয় করেন রণবীর।

রণবীর কাপুর- রণবীর ভক্তরা এতক্ষণে ভাবছিলেন, তালিকায় রণবীরের নাম কোথায়! তবে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন তিনি। পাঁচ নম্বর নামটি রয়েছে তাঁরই। সদ্য ব্রহ্মাস্ত্র ছবিতে অভিনয় করেন রণবীর।

3 / 7
রণবীর কাপুর ভীষণ ভাল তবলা বাজাতে পারেন। পাশাপাশি তিনি আরও একটি বাজনা শিখেছেন কেরিয়ারের পিকে। আর তা হল গিটার। রকস্টার ছবির জন্য তিনি গিটার বাজানো শিখেছিলেন।

রণবীর কাপুর ভীষণ ভাল তবলা বাজাতে পারেন। পাশাপাশি তিনি আরও একটি বাজনা শিখেছেন কেরিয়ারের পিকে। আর তা হল গিটার। রকস্টার ছবির জন্য তিনি গিটার বাজানো শিখেছিলেন।

4 / 7
রণবীর-আলিয়া- রণবীর কাপুর ও আলিয়া ভাটের বেডরুম সিক্রেট নিজেই ফাঁস করেছিলেন কাপুরসন। তাঁর কথায় আলিয়া এমনভাবে ঘুমোন যে একটা সময়ের পর বিছানার কোণে স্থান হয় রণবীর কাপুরের।

রণবীর-আলিয়া- রণবীর কাপুর ও আলিয়া ভাটের বেডরুম সিক্রেট নিজেই ফাঁস করেছিলেন কাপুরসন। তাঁর কথায় আলিয়া এমনভাবে ঘুমোন যে একটা সময়ের পর বিছানার কোণে স্থান হয় রণবীর কাপুরের।

5 / 7
বলিউডে অন্যতম আলোচিত লাভ বার্ডস ছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর। ২০০৯ সালে তাঁদের ব্রেকআপ হয়। এর কারণ হিসেবে উঠে আসে, রণবীর নাকি দীপিকাকে ঠকিয়েছিলেন। সে সময় নাকি তাঁর 'রাজনীতি' ছবির সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে লুকিয়ে প্রেম শুরু হয়েছিল। এই ঘটনার জেরে আজ পর্যন্ত দীপিকা-ক্যাটরিনার সম্পর্ক ভাল নয়।

বলিউডে অন্যতম আলোচিত লাভ বার্ডস ছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর। ২০০৯ সালে তাঁদের ব্রেকআপ হয়। এর কারণ হিসেবে উঠে আসে, রণবীর নাকি দীপিকাকে ঠকিয়েছিলেন। সে সময় নাকি তাঁর 'রাজনীতি' ছবির সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে লুকিয়ে প্রেম শুরু হয়েছিল। এই ঘটনার জেরে আজ পর্যন্ত দীপিকা-ক্যাটরিনার সম্পর্ক ভাল নয়।

6 / 7
যদিও রণবীর কাপুর বর্তমানে যে বি-টাউনের অন্যতম দাপুটে স্টার তা নিয়ে কোনও দ্বিমত নয়। স্টারের চলতি বছরে মুক্তি পাওয়া ছবি শামশেরা ফ্লপের মুখ দেখলেও বর্তমানে ব্রহ্মাস্ত্র তাঁকে ঘিরে সব কিন্তুর অবসান ঘটিয়ে দিয়েছে।

যদিও রণবীর কাপুর বর্তমানে যে বি-টাউনের অন্যতম দাপুটে স্টার তা নিয়ে কোনও দ্বিমত নয়। স্টারের চলতি বছরে মুক্তি পাওয়া ছবি শামশেরা ফ্লপের মুখ দেখলেও বর্তমানে ব্রহ্মাস্ত্র তাঁকে ঘিরে সব কিন্তুর অবসান ঘটিয়ে দিয়েছে।

7 / 7
ক্যাটরিনা কাইফ- টুইটের তালিকায় নেই ক্যাটও। টুইটে নিজের অ্যাকাউন্ট খুলতে নারাজ তিনি। তাই টুইটে গেলে ভিকি ঘরনির দেখা মিলবে না। যদিও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তিনি সদা উপস্থিত।

ক্যাটরিনা কাইফ- টুইটের তালিকায় নেই ক্যাটও। টুইটে নিজের অ্যাকাউন্ট খুলতে নারাজ তিনি। তাই টুইটে গেলে ভিকি ঘরনির দেখা মিলবে না। যদিও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তিনি সদা উপস্থিত।

Next Photo Gallery