রণবীর কাপুর। বরাবরই সিনেপাড়ার চর্চিত নাম। যাঁকে নিয়ে নিত্য নানা গুঞ্জন জায়গা করে নেয় খবরের শিরোনামে। কারণ একটাই, রণবীর কাপুর যতটা চর্চিত পর্দার সামনে, ঠিক ততটাই চর্চিত পর্দার পিছনেও। একাধিক সম্পর্কের জেরে বারবার কটাক্ষের শিকার হওয়া রণবীরের ব্যক্তি জীবনে অশান্তি যেন ছায়ার মতো লেগেই ছিল। বর্তমানে আলিয়া ভাটকে ভালবেসে সংসার পেতেছেন তিনি। সেখানেও কম অশান্তির গুঞ্জন শোনা যায় না। কখনও শোনা যায় আলিয়া ভাটের সঙ্গে নীতু কাপুরের সম্পর্কের ভাঙন, কখনও আবার প্রকাশ্যে মায়ের হাত ধরে পোজ দিচ্ছে ছেলে, পাশে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রণবীর। সব মিলিয়ে কোথাও গিয়ে যেন কাপুর পরিবারের অন্দরমহলের সমীকরণ নিয়ে কৌতুহল সর্বত্র।
তবে ছবিটা বর্তমানেই এমন, তেমনটা কিন্তু একেবারেই নয়। রণবীর কাপুর এক সাক্ষাৎকারে বলেছিলেন, ঋষি কাপুর ও নীতু কাপুরের মধ্য়েও অশান্তি কম হয় না। রণবীরের কথায়, আমি সিঁড়িতে দাঁড়িয়ে শুনে ফেলেছিলাম বাবা-মায়ের অশান্তি, ভয়ে কাঁপতাম। রণবীর বলতেন আমি সিঁড়িতেই ভয়ে বসে থাকতাম। শুনতাম ওদের অশান্তি। এটা আমায় ভীষণভাবে কষ্ট দিত। রণবীর কাপুর বরাবরই আবেগপ্রবণ। একাধিক সম্পর্ক কেরিয়ারের শুরুতেই নাকি ধাক্কা দিয়েছে তাঁকে। যদিও তিনি এই নিয়ে খুব একটা মুখ খোলেন না। তবে আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে আসার পর জীবনে অনেক বদল এসেছে কাপুর সনের। বর্তমানে সন্তান নিয়ে গুছিয়ে সংসার করছেন এই জুটি। পাশাপাশি কাজও করছেন দাপটের সঙ্গে। যদিও মাঝে মধ্যে যে পরিবারের এই সমীকরণ রণবীরকে ভাবায়, তা যেন আরও একবার প্রমাণ হয়ে গেল।