মাঝ রাস্তায় রণবীরের চারচাকায় তালা মারল মুম্বই পুলিশ!

শুভঙ্কর চক্রবর্তী |

Feb 14, 2021 | 12:52 PM

অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’তে অভিনয় করছে রণবীর। আবার লাভ রঞ্জনের ছবিতে শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয় করছেন। ‘কবির সিং’খ্যাত পরিচালক রেড্ডি ভাঙ্গা  ছবি ‘অ্যানিমেল’-এ দেখা যাবে রণবীরকে। তাঁর সঙ্গে ছবিতে রয়েছেন অনিল কাপুর এবং পরিণীতি চোপড়া।

মাঝ রাস্তায় রণবীরের চারচাকায় তালা মারল মুম্বই পুলিশ!
রণবীর।

Follow Us

গত শনিবার, রণবীর কাপুরের গাড়ি আটক করলেন মুম্বই পুলিশের আধিকারিক। পাপারাৎজিদের তোলা ছবিতে দেখা গেল অভিনেতার গাড়ির টায়ারে তালা লাগাচ্ছিলেন এক পুলিশ অফিসার। এক ব্যস্ত রাস্তার মাঝে রণবীরের গাড়িতে এক হলুদ তালা লাগানো হল, যেন কোনওভাবে সে গাড়িকে সরানো না যায়। সূত্রের খবর, ‘নো পার্কিং জোন’-এ গাড়ি পার্ক করার দরুণ এমন এক কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হল মুম্বই পুলিশ।

 

আরও পড়ুন কলকাতার মানুষ মুখেও যা মনেও তাই, ডিপ্লোম্যাটিক নয়: অনুপম খের

 

গত ৩০ এপ্রিল অভিনেতা তাঁর বাবা ঋষি কাপুরকে হারিয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি, মাত্র আটান্ন বছর বয়সে রাজীব কাপুর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। কাকার আকস্মিক মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েন রণবীর। তিনি বলেন, “আমি সত্যিই জানি না, কী হচ্ছে। ঋষি বা রাজীবের সঙ্গে একই রকম ঘনিষ্ঠ ছিলাম আমি। মা চলে গেলেন ২০১৮-র অক্টোবরে।

 

 

দিদি ঋতু ২০২০-র ১৪ জানুয়ারি মারা যায়। তারপর ঋষি। আর এবার রাজীবও। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া আমার আর কোনও উপায় নেই। যা হবার হবেই। এখন এই বাড়িতে আমি একাই পড়ে রইলাম।”

 

 

রাজীবের শেষকৃত্যে উপস্থিত ছিলেন শাহরুখ খান, আলিয়া ভাট এবং ইনডাস্ট্রির তাবড় তাবড় মানুষ।

অন্যদিকে, অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’তে অভিনয় করছে রণবীর। আবার লাভ রঞ্জনের ছবিতে শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয় করছেন। ‘কবির সিং’খ্যাত পরিচালক রেড্ডি ভাঙ্গা  ছবি ‘অ্যানিমেল’-এ দেখা যাবে রণবীরকে। তাঁর সঙ্গে ছবিতে রয়েছেন অনিল কাপুর এবং পরিণীতি চোপড়া।

Next Article