ভয়ানক! বেরিয়ে গিয়েছে হাড়, শরীর শুকিয়ে কঙ্কালদশা রণদীপের?

Randeep Hooda: যদিও সে সব এখন অতীত। বর্তমানে ছবির প্রচার তুঙ্গে। ছবি নিয়ে আশাবাদী গোটা টিম। আর এই ছবির জন্য ঠিক কতটা পরিশ্রম করেছেন রণদীপ তা এক কথায় স্পষ্ট করে দেয়, তাঁর লুক। নিজের শরীর নিয়ে পর্দায় পরীক্ষা নিরীক্ষা করতে দেখা যায় বহু অভিনেতাকেই।

ভয়ানক! বেরিয়ে গিয়েছে হাড়, শরীর শুকিয়ে কঙ্কালদশা রণদীপের?
Follow Us:
| Updated on: Mar 22, 2024 | 9:00 PM

রণদীপ হুডা অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনাতেও। ‘স্বতন্ত্র বীর সাভারকার’ (আগের নাম) ছবির টিজার মুক্তির পর থেকেই চর্চা তুঙ্গে। যেখানে রণদীপ হুডার লুক সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। বরাবরই এক অন্যস্বাদের ছবি দর্শকদের উপহার দিয়ে এসেছেন তিনি। প্রাথমিকভাবে ছবির পোস্টারে থাকা ক্যাপশন সৃষ্টি করেছিল বিতর্ক। যেখানে লেখা ছিল, ‘ব্রিটিশের সর্বাধিক চাহিদার ব্যক্তি ছিলেন এই ভারতীয়। যিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসুদের অনুপ্রাণিত করেছিলেন। সেই বীর সাভারকারের অজানা জীবনকথা আসছে শীঘ্রই।’

যদিও সে সব এখন অতীত। বর্তমানে ছবির প্রচার তুঙ্গে। ছবি নিয়ে আশাবাদী গোটা টিম। আর এই ছবির জন্য ঠিক কতটা পরিশ্রম করেছেন রণদীপ তা এক কথায় স্পষ্ট করে দেয়, তাঁর লুক। নিজের শরীর নিয়ে পর্দায় পরীক্ষা নিরীক্ষা করতে দেখা যায় বহু অভিনেতাকেই। সেই তালিকায় এবার রণদীপ। এক ধাক্কায় কমিয়ে ফেলেছিলেন ৩০ কেজি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা নিয়ে চর্চা এখন তুঙ্গে। যদিও রণদীপ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি মোটেও এমন করা পছন্দ করেন না। ডায়েটে বিস্তর ফারাক আনতে হয়েছিল। ছবি দেখে একপ্রকার চমকে উঠছেন অনেকেই। শরীর হাড় বেরিয়ে এসেছেন। একেবারে কঙ্কালদশা, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিতেই চাঞ্চল্য।

রণদীপের কেরিয়ারে অন্যতম বড় ছবি হতে চলেছে এটি। যা নিয়ে বর্তমানে শোরগোল সর্বত্র। কালাপানি এই ছবির দিকে এখন তাকিয়ে রয়েছেন অনেকেই। রণদীপ নিজে একাধিক সাক্ষাৎকারে বলেছেন, সকলের নজরে ছবিটিকে যতটা সম্ভব বাস্তব রূপ দিতেই তিনি এতটা নিজেকে ভেঙেছেন, বাকি রায় নিঃসন্দেহে দর্শকের।