এই মানুষটির জন্য পৃথিবীতে এসেছেন করিনা, করিশ্মা, রণবীররা! আজ চলে গেলেন তিনি

বছরের শুরুতে একের পর এক খারাপ খবর। আরও এক মৃত্যুর খবর। প্রয়াত বিশ্ববিখ্য়াত গাইনোকোলজিস্ট রুস্তম সুনাওয়ালা। বয়স হয়েছিল ৯৫ বছর। বলিপাড়ার 'ম্যাজেশিয়ান' বলা হত তাঁকে। কাপুর পরিবারের সকল সদস্যরা চোখ বন্ধ করে ভরসা করেছেন তাঁকে।

এই মানুষটির জন্য পৃথিবীতে এসেছেন করিনা, করিশ্মা, রণবীররা! আজ চলে গেলেন তিনি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2025 | 7:43 PM

বছরের শুরুতে একের পর এক খারাপ খবর। আরও এক মৃত্যুর খবর। প্রয়াত বিশ্ববিখ্য়াত গাইনোকোলজিস্ট রুস্তম সুনাওয়ালা। বয়স হয়েছিল ৯৫ বছর। বলিপাড়ার ‘ম্যাজেশিয়ান’ বলা হত তাঁকে। কাপুর পরিবারের সকল সদস্যরা চোখ বন্ধ করে ভরসা করেছেন তাঁকে। চিকিত্‍সকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর অনেকেই শোক প্রকাশ করেছেন। করিশ্মা কাপুর, করিনা কাপুর, রণবীর কাপুর থেকে তৈমুর আলি খান প্রত্যেকেরই জন্ম হয়েছে তাঁর হাতে। বহু মেয়ের মা হওয়ার স্বপ্ন পূরণ করেছেন তিনি। তাঁর প্রয়ানের খবর প্রকাশ্যে আসার পর আরও মন খারাপ সকলের। ১৯৯১ সালে তাঁর পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল।

তাঁর প্রয়ানের খবর প্রকাশ্যে আসার পর ‘ফেডারেশন অফ অবসটেট্রিক অ্যান্ড গায়নোকোলজিক্যাল সোসাইটিজ অফ ইন্ডিয়া’র প্রেসিডেন্ট হৃষিকেশ পাই বলেন, “ইনফার্টিলিটি ট্রিটমেন্টে তাঁর অনেক অবদান রয়েছে। ” সার্জারি থেকে অবসর গ্রহণের পরও তিনি নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন। কয়েক বছর আগে পর্যন্ত কনসালট্যান্ট হিসাবে কাজ করেছেন তিনি। মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতার জন্যই মৃত্যু হয় তাঁর। রুস্তম সুনাওয়ালার প্রয়ানের খবর প্রকাশ্যে আসার পর এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি কাপুর পরিবারের কেউ।