‘রোডিজ়’ শুরুর আগেই বড় দুর্ঘটনা, অজ্ঞান হয়ে গেলেন নেহা
'রোডিজ়' শো নিয়ে দর্শক মনে এমনিই অনেক নস্ট্যালজিয়া। বহু বছর ধরে এই শো সম্প্রচারিত হচ্ছে। এই শো-এর বিশেষত্বই হল প্রতিযোগীদের অডিশন দেখা যায় টেলিভিশনের পর্দায়। বছরের পর বছর ধরে চলছে এই শো।
‘রোডিজ়’ শো নিয়ে দর্শক মনে এমনিই অনেক নস্ট্যালজিয়া। বহু বছর ধরে এই শো সম্প্রচারিত হচ্ছে। এই শো-এর বিশেষত্বই হল প্রতিযোগীদের অডিশন দেখা যায় টেলিভিশনের পর্দায়। বছরের পর বছর ধরে চলছে এই শো। খেলার পদ্ধতি বদলেছে। বিচারক পরিবর্তন হয়েছে। কিন্তু শো বন্ধ হয়নি। আবারও নতুন শো আসার কথা। এরই মধ্যে বড় দুর্ঘটনা। সম্প্রতি রোডিজ ২০ সিজনের একটি প্রোমোর শুট চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন নেহা ধুপিয়া।
প্রতিযোগীদের অডিশন নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়েন নেহা। তার পর তড়িঘড়ি চিকিত্সক ডেকে আসেন তাঁর সহ-বিচারক রণবিজয়। নায়িকার অসুস্থতার কথা জানতে পেরে চিন্তিত হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। কী হয়েছে নেহার? আবারও কি খুশির খবর? নেহার অসুস্থতার কারণে কি তবে শো পিছিয়ে যাবে? এমনিতেই এই সিজন নিয়ে দর্শক মনে উন্মাদনা তুঙ্গে। কারণ, বহু দিন পরে আবারও একসঙ্গে দেখা যাবে তাঁদের।
উল্লেখ্য, এই শো এবং নেহার শারীরিক অবস্থার কথা জানার জন্য দর্শককে রোডিজের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। আশা করা হচ্ছে নায়িকার খবর খুব তাড়াতাড়ি জানতে পারা যাবে। প্রসঙ্গত, ২০১৮ সালে কন্যা সন্তানের জন্ম দেন নেহা। আর অন্য দিকে ২০২১ সালে ছেলের মা হয়েছেন তিনি। শোনা যাচ্ছে, অতিরিক্ত চাপ নেওয়ার জন্য আরও বেশি করে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী।