Woman elopes with beggar: স্বামী ও ৬ সন্তানকে ফেলে ভিখারির সঙ্গে পগারপার মহিলা
Woman elopes with beggar: অভিযোগপত্রে রাজু লিখেছেন, গত ৩ জানুয়ারি দুপুর ২টা নাগাদ তাঁর স্ত্রী রাজশ্রী বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোন। কন্যাকে বলে যান, বাজারে যাচ্ছেন জামাকাপড় ও সবজি কিনতে। তারপর আর ফেরেননি।
হারদই: মাঝেমধ্যেই ভিক্ষা করতে আসতেন। সেই সূত্রেই পরিচয়। সেই ভিখারির সঙ্গে বাড়ি ছেড়ে পালালেন ৬ সন্তানের মা। মাথায় হাত পড়ল পরিবারের। পুলিশের দ্বারস্থ হন মহিলার স্বামী। অপহরণের অভিযোগ করেন। ঘটনাটি উত্তর প্রদেশের হারদইয়ের। বছর ছত্রিশের ওই মহিলাকে খুঁজে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওই মহিলার স্বামী বছর পঁয়তাল্লিশের রাজু জানিয়েছেন, হারদইয়ের হারপলপুর এলাকায় স্ত্রী ও ৬ সন্তানকে নিয়ে থাকেন তিনি। নানহে পণ্ডিত নামে বছর পঁয়তাল্লিশের এক ভিখারি তাঁদের পাড়ায় প্রায় ভিক্ষা করতে আসতেন। বছর পঁয়তাল্লিশের নানহের সঙ্গে হেসে হেসে কথা বলতেন তাঁর স্ত্রী। এমনকি, তাঁর স্ত্রী ও ওই ভিখারি ফোনেও কথা বলতেন বলে রাজুর অভিযোগ।
অভিযোগপত্রে রাজু লিখেছেন, “গত ৩ জানুয়ারি দুপুর ২টা নাগাদ আমার স্ত্রী রাজশ্রী আমাদের কন্যা খুশবুকে বলে যে সে বাজারে জামাকাপড় ও সবজি কিনতে যাচ্ছে। তারপর আর ফেরেনি। আমি সব জায়গায় তার খোঁজ করেছি। কিন্তু পাইনি। একটি মোষ বিক্রির টাকা বাড়িতে রেখেছিলাম। সেই টাকাও নেই। আমার সন্দেহ নানহে পণ্ডিত আমার স্ত্রীকে নিয়ে গিয়েছেন।”
এই খবরটিও পড়ুন
সিনিয়র পুলিশ অফিসার শিল্পা কুমারী বলেন, অভিযোগ পাওয়ার পর মহিলার খোঁজ শুরু হয়। তাঁকে পাওয়া গিয়েছে। কিন্তু, নানহে পণ্ডিতের খোঁজ পাওয়া যায়নি। তিনি জানান, মহিলার বক্তব্য রেকর্ড করা হবে। ভারতীয় ন্যায় সংহিতার ৮৭ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।