কবে-কোথায় বিয়ে করছেন বিজয়-রশ্মিকা?
রাশ্মিকা মান্দানা আর বিজয় দেবেরকোন্ডা আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বিয়ে করতে চলেছেন বলে খবর। সূত্র অনুযায়ী, এই বিয়েটি হবে একান্ত ব্যক্তিগত আয়োজন, যেখানে শুধুমাত্র ঘনিষ্ঠরা উপস্থিত থাকবে। গত অক্টোবরে তাঁরা পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদান সেরেছেন। এরপর রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরকোন্ডা হায়দরাবাদে চলচ্চিত্র জগতের সহকর্মীদের জন্য একটি রিসেপশনের আয়োজন করবেন।

রাশ্মিকা মান্দানা আর বিজয় দেবেরকোন্ডা আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বিয়ে করতে চলেছেন বলে খবর। সূত্র অনুযায়ী, এই বিয়েটি হবে একান্ত ব্যক্তিগত আয়োজন, যেখানে শুধুমাত্র ঘনিষ্ঠরা উপস্থিত থাকবে। গত অক্টোবরে তাঁরা পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদান সেরেছেন। এরপর রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরকোন্ডা হায়দরাবাদে চলচ্চিত্র জগতের সহকর্মীদের জন্য একটি রিসেপশনের আয়োজন করবেন।
সূত্র জানিয়েছে, ২০২৫ সালের ৩ অক্টোবর হায়দরাবাদে বাগদানের কয়েক মাস পর, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি প্রাসাদে তাঁদের বিয়ে অনুষ্ঠিত হবে। তবে এখনও পর্যন্ত এই দুই অভিনেতা-অভিনেত্রী তাঁদের বাগদান বা বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশ্মিকা মান্দানা লাজুকভাবে তাঁর বিয়ে নিয়ে চলা গুঞ্জন প্রসঙ্গে বলেন, “আমি বিয়ের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করতে চাই না। শুধু এটুকু বলব, যখন এ নিয়ে কথা বলার সময় আসবে, তখন আমরা বলব।”
যদিও বিজয় দেবেরকোন্ডা আর রাশ্মিকা মান্দানা কখনও প্রকাশ্যে তাঁদের সম্পর্ক নিয়ে কথা বলেননি, তবু তাঁরা সামাজিক মাধ্যমে একে অপরের ছবির প্রশংসা করে সমর্থন জানিয়েছেন। এছাড়াও, গত আগস্টে নিউ ইয়র্কে অনুষ্ঠিত ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে গ্র্যান্ড মার্শাল হিসেবে অংশ নেওয়ার সময় তাঁদের একে অপরের দিক থেকে চোখ ফেরাতে না পারার মুহূর্ত নজর কেড়েছিল। কাজের ক্ষেত্রে, বিজয় দেবেরকোন্ডাকে সর্বশেষ দেখা গেছে গৌতম তিন্নানুরির ‘কিংডম’ ছবিতে। অন্যদিকে, রাশ্মিকা মান্দানা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘থম্মা’ ছবিতে অভিনয় করেছেন এবং এই বছর তেলুগু ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’-এ অভিনয় করেছেন।
