AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raihan Vadra Engagement: গান্ধী পরিবারে খুশির হাওয়া, কার সঙ্গে বাগদান সারলেন প্রিয়ঙ্কার ছেলে?

Priyanka Gandhi's Son's Engagement: প্রিয়ঙ্কা গান্ধীর দুই সন্তান। এক ছেলে ও এক মেয়ে। রাইহান বড়। ২০০০ সালের ২৯ অগস্ট জন্ম তাঁর। দেহরাদুনের দুন স্কুল থেকে পড়াশোনা করেছেন রাইহান। এই স্কুল থেকেই পড়াশোনা করেছিলেন দাদু রাজীব গান্ধী ও মামা রাহুল গান্ধীও।

Raihan Vadra Engagement: গান্ধী পরিবারে খুশির হাওয়া, কার সঙ্গে বাগদান সারলেন প্রিয়ঙ্কার ছেলে?
প্রিয়ঙ্কা গান্ধীর ছেলে রাইহান ও প্রেমিকা আভিভা।Image Credit: X
| Updated on: Dec 30, 2025 | 12:48 PM
Share

নয়া দিল্লি: গান্ধী পরিবারে খুশির খবর। বিয়ের হাওয়া গান্ধী পরিবারে। নাহ, রাহুল গান্ধী নয়, বাগদান সারলেন প্রিয়ঙ্কা গান্ধী-রবার্ট বঢ়রার ছেলে রাইহান বঢ়রা। ২৫ বছর বয়সে রাইহান তাঁর প্রেমিকা আভিভা বেগের সঙ্গে বাগদান সারলেন।

সূত্রের খবর, দীর্ঘ সাত বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন রাইহান ও আভিভা। দুই পরিবারের সম্মতিতেই সম্প্রতি তাঁরা আঙ্টি বদল করেছেন। তবে কোনও অনুষ্ঠান করে নয়, রাইহান তাঁর প্রেমিকাকে প্রোপোজ করে, এবং আভিভা-ও বিয়েতে হ্যাঁ বলে।

জানা গিয়েছে, আভিভার পরিবার দিল্লিতে থাকে। গান্ধী-বঢ়রা পরিবারের সঙ্গে তাদের সম্পর্কও খুব ভাল।

রাইহান বঢ়রার পরিচয়-

প্রিয়ঙ্কা গান্ধীর দুই সন্তান। এক ছেলে ও এক মেয়ে। রাইহান বড়। ২০০০ সালের ২৯ অগস্ট জন্ম তাঁর। দেহরাদুনের দুন স্কুল থেকে পড়াশোনা করেছেন রাইহান। এই স্কুল থেকেই পড়াশোনা করেছিলেন দাদু রাজীব গান্ধী ও মামা রাহুল গান্ধীও। স্কুল পেরোনোর পর লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্য়ান্ড আফ্রিকান স্টাডিজে পড়তে যান। যেহেতু ছোট থেকেই আঁকা, ছবি তোলার মতো সৃজনশীল কাজকে ভালবাসত রাইহান, তাই লন্ডন থেকে ডিগ্রি অর্জনের পর আর্টস নিয়ে কেরিয়ার শুরু করেন। বর্তমানে রাইহান একজন প্রফেশনাল ইন্সটলেশন-ভিজ্যুয়াল আর্টিস্ট। রঙ, বিভিন্ন গঠন ও ছবি দিয়ে শিল্পকলা তুলে ধরেন। একাধিক এগজিবিশনও করেছেন।

পাশাপাশি পশুপাখির প্রতিও বিশেষ টান রয়েছে রাইহানের। মায়ের অনুপ্রেরণাতেই ১০ বছর বয়স থেকে ছবি তোলেন রাইহান। এখনও ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফির সঙ্গে যুক্ত রাইহান। মুম্বইয়ের কোলাবায় একটি আর্ট গ্যালারিতে তাঁর আঁকা ও তোলা ছবি রয়েছে।  উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী ও রাইহানের দাদু রাজীব গান্ধীও ছবি তুলতে ভালবাসতেন।

আভিভা বেগের পরিচয়-

দিল্লির মর্ডান স্কুল থেকে পড়াশোনা করেছেন আভিভা। এরপর ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি থেকে মিডিয়া কমিউনিকেশন ও জার্নালিজমে ডিগ্রি অর্জন করেন। আভিভাও পেশায় ফোটোগ্রাফার। পাশাপাশি তিনি প্রোডিউসারও। জাতীয় স্তরে ফুটবলও খেলত আভিভা।