অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে নিয়ে বেশ কিছুদিন ধরে চর্চা তুঙ্গে। ২০২৩-তে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। যেখানে দেখা গিয়েছিল, কালো রঙের ডিপ নেকলাইন ছোট পোশাক পরে লিফট থেকে বেরিয়ে আসছেন রশ্মিকা। ভিডিয়োটি পোস্ট হওয়ার সঙ্গে-সঙ্গেই ভাইরাল হয়ে যায়। অশ্লীল তকমা গায়ে লাগার সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে আসে এই ভিডিয়োটি বিকৃত করা হয়। সেই ভিডিয়োর পিছনে থাকা অপরাধিকে এবার হাতেনাতে ধরল দিল্লি পুলিশ। তার জেরেই এবার সরবহ হলেন রশ্মিকা মন্দনা।
সোশ্যাল মিডিয়ায় রশ্মিকা লিখলেন, ”দিল্লি পুলিশের কাছে আমি কৃতজ্ঞ। দোষীদের ধরার জন্য ধন্যবাদ। সকলের প্রতি আমি কৃতজ্ঞ যাঁরা সেই সময় আমার পাশে থেকেছিলেন, ভালবাসা দিয়েছিলেন। সকলের উদ্দেশে বলছি, যদি আপনার ছবি ব্যবহার করা হয় বা বিকৃত করা হয় আপনার অনুমতি ছাড়া তবে তা অপরাধ। আর আমার মনে হয় এই ঘটনা আপনাকে স্মরণ করিয়ে দেবে যে আপনার চারপাশে আপনাকে সাহায্য করার জন্য বহু মানুষ রয়েছে, যাঁরা এর প্রতিবাদ করবেন, পদক্ষেপ করবেন।”
Expressing my heartfelt gratitude to @DCP_IFSO 🙏🏼 Thank you for apprehending those responsible.
Feeling truly grateful for the community that embraces me with love, support and shields me. 🇮🇳
Girls and boys – if your image is used or morphed anywhere without your consent. It…
— Rashmika Mandanna (@iamRashmika) January 20, 2024
যদিও ভিডিয়োটি আসলে অভিনেত্রীর নয়, সেটি আদতে জারা প্যাটেল নামে এক ইনস্টাগ্রাম ইউজারের। ভারতীয় বংশোদ্ভূত জারার মুখেই কারসাজি করে রশ্মিকার মুখ বসানো হয়েছে। সেটা অভিষেক কুমার নামে এক সাংবাদিক প্রথম ধরেছিলেন। তিনি এই ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। এরপর এই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনও।