এই মুহূর্তে বলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীদের মধ্য়ে অন্যতম হলেন আলিয়া ভাট। নায়িকার কেরিয়ারের শুরুর দিকে তাঁকে নেপো কিড বলে অনেক কটাক্ষের শিকার হতে হয়েছে। যদিও সে সব এখন অতীত। বর্তমানে তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শক। ঝুলিতে রয়েছে একের পর এক বড় মাপের কাজ। আন্তর্জাতিক মঞ্চেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন অভিনেত্রী। এবার আলিয়ার সঙ্গে তুলনা করা হল অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে। বর্তমানে তাঁকেও অনেক ছবি এবং ওয়েব সিরিজে দেখা যাচ্ছে।
নায়িকার বাবাও অভিনেতা। তাঁকেও কেরিয়ারের প্রথম দিকে অনেক কথা শুনতে হয়েছিল। স্বজনপোষণের জন্য তিনি নাকি ছবিতে অভিনয়ের সুযোগ পাচ্ছেন। এমনটাই শোনা যায় মাঝে মধ্যেও। তবে বর্তমানে তাঁর অভিনয়ে খুশি দর্শক। তাই আলিয়ার সঙ্গে তুলনাও টানা হয়েছে। ‘খো গয়ে হম কাঁহা’ ছবিতে নায়িকার অভিনয় মোড় ঘুরিয়ে দিয়েছে। সম্প্রতি তাঁর অভিনীত সিরিজও নজর কেড়েছে। প্রশংসিত হয়েছেন অনন্যা। তার পর থেকেই তাঁকে তুলনা করা হচ্ছে আলিয়ার সঙ্গে।
সম্প্রতি একটি সাক্ষাত্কারে এই কথাই উত্থাপন করা হয় অনন্যার সামনে। তিনি বলেন, “আলিয়া খুবই ভাল একজন অভিনেত্রী। মানুষ এটা ভাবছে এটাই বড় কথা। আমার কাছে এটা বিরাট প্রশংসা। কিন্তু আমার মনে হয়, আলিয়া যে জায়গায় পৌঁছেছে তা আমি ছুঁতেও পারব না।” আলিয়ার মতো অনন্যার গুরুও করণ জোহার এটাই বলেন থাকেন নায়িকা। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির সিক্যুয়েল দিয়ে অভিনয় যাত্রা শুরু হয়েছিল তাঁর। ফলে অনন্যার বলিউড কেরিয়ারের সঙ্গে অনেকটাই মিল পাওয়া যয় আলিয়ার। উল্লেখ্য, আর কিছু দিন পরে ‘কন্ট্রোল’ নামক ছবিতে দেখা যাবে অনন্যাকে।