হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ডান্স কোরিওগ্রাফার রেমো ডি’সুজা (Remo D’Souza )। কেমন আছেন তিনি? জানালেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু কোরিওগ্রাফার আহমেদ খান। মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে আহমেদ জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। আগের থেকে ভাল আছেন তিনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে এখনও আইসিইউতেই রাখা হয়েছে তাঁকে।
আহমেদ আরও বলেন, “খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম সবাই। স্বাস্থ্য সচেতন একজন ব্যক্তির সম্পর্কে এমন একটা খবর যখন কানে আসে তখন হৃদয় ভেঙে যায়।” রেমোর স্ত্রী লিজেল স্বামীর সঙ্গে হাসপাতালেই রয়েছেন। শুক্রবার দুপুরে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন বছর ৪৬-এর এই কোরিওগ্রাফার। এর পরেই তাঁকে তড়িঘড়ি মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, রেমোর হার্টে ব্লকেজ রয়েছে। ইতিমধ্যেই তাঁর অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে। তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান অভিনেতা আমির আলি এবং তাঁর ছাত্র, নৃত্যশিল্পী ধর্মেশ।
‘স্ট্রিট ডান্সার- থ্রি ডি ’, ‘রেস-থ্রি’, ‘এ ফ্লাইয়িং জাট’, ‘এ বি সিডি -২’-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। ‘কিক’, ‘জিরো’, ‘বজরঙ্গী ভাইজান’, ‘বাজিরাও মস্তানি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র মতো ছবিতে ডান্সকোরিওগ্রাফি করেছেন তিনি। বেস্ট কোরিওগ্রাফি বিভাগে ‘বাজিরাও মস্তানি’ ছবির জন্য জাতীয় পুরস্কারও পান রেমো ডি’ সুজা।