TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Jun 05, 2022 | 9:53 PM
জামাই ষষ্ঠী এলেই জামাইদের শশুরবাড়িতে খাতিরই আলাদা। শাশুড়ি মায়েদের বিশেষ যত্নে দিনটাই হয়ে যায় আলাদা।
গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোয বিয়ে করেছেন ২০১৭ সালে।
এই বছর তাঁদের এই বিশেষ দিনের মেনু।
এই আশীর্বাদ আজকে করেননি ঋদ্ধিমার মা। কারণ ২০২১ সালে মে মাসে প্রয়াত হন ঋদ্ধিমার মা।
আজ দুই বছর তাঁকে ছাড়া এই বিশেষদিন পালন করতে মায়ের অভাব কতটা করছেন, তা-ই সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে জানালেন ঋদ্ধিমা। গৌরবও সেই একই পোস্ট করেন।