আজ বিশ্ব নারী দিবস। পৃথিবীজুড়ে চলছে উদযাপন। একদম অন্যরকম ভাবে দিনটা উৎযাপন করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কীভাবে কাটাচ্ছেন টলিউডের এই ব্যস্ততম নায়িকা?
ঋতুপর্ণা এই দিনটা উৎসর্গ করেছেন আরও কয়েকজন মহিলাকে। যাঁদের ছাড়া ঋতুপর্ণার দিন চলে না, তাঁদেরকেই এই দিনটা উৎসর্গ করলেন ‘বেগমজান’। কারা এঁরা? ঋতুপর্ণা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এঁরা হলেন তাঁর মা, শাশুড়ি-মা, মেয়ে, ম্যানেজার এবং সোশ্যাল ম্যানেজার। এঁদের ছাড়া ঋতুপর্ণা অসম্পূর্ণ। তিনি নিজের ইনস্টাতে লিখেছেন, “আমি এই দিনটা আমার চারপাশে থাকা আশ্চর্যময়ী নারীদের উৎসর্গ করতে চাই। সবার প্রথম আমার মাকে, যাঁকে ছাড়া এই সুন্দর পৃথিবীটা আমার দেখাই হত না। তারপর আমার শাশুড়ি-মাকে, আমার সব কিছুতে উনি পাশে থাকেন। কোনও ধন্যবাদই তাঁর জন্য যথেষ্ট নয়। আমার মেয়ে গাজুকে, ও আমার প্রাণ। কী আর বলব ওকে নিয়ে! সারল্য আর ভালবাসার শেষ কথা। এরপর আমার ম্যানেজার শর্মিষ্ঠাকে, ও ছাড়া আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। ও আমার দৈনন্দিন জীবনের শিরদাঁড়া। এবং অবশ্যই আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার সায়নীকে।”
ঋতুপর্ণা সেনগুপ্ত এই মুহূর্তে ছবির শুটিং নিয়ে ব্যস্ত। গোটা লকডাউন উনি স্বামীর কাছে সিঙ্গাপুরে ছিলেন। ফ্যামিলির সঙ্গে সময় কাটিয়েছেন। সদ্যই তিনি দেশে ফিরেছেন। এসেই একটার পর একটা ছবির শুটিং করছেন তিনি। ‘অর্ন্তদৃষ্টি’-র শুটিং করে দেরাদুন থেকে সদ্যই ফিরেছেন। পরিচালক রঞ্জন ঘোষের ‘মহিসাসুরমর্দ্দিণী’-র শুটিংও শুরু হয়েছে। খুব শীঘ্রই ‘অচেনা উত্তম’-এর শুটিং শুরু হবে। ঋতুপর্ণা সুচিত্রা সেন-এর ভূমিকায় অভিনয় করছেন। উত্তম কুমারের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়।
আরও পড়ুন :ইন্সপিরেশন সব মেয়েদের মধ্যেই রয়েছে, তার জন্য জনপ্রিয় হতে হবে না: ঋতাভরী