পাহাড়ি রাস্তায় বাইকে চড়ে ঋতুপর্ণার পিছু নিল একদল যুবক! কোন বিপাকে অভিনেত্রী?
সব সময় বডি গার্ড সহ নিরাপত্তা বলয়ে থাকেন, তবুও তিনি অসহায় বোধ করেন এমনই জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর নতুন ছবি 'ম্যাডাম সেনগুপ্ত ' ছবির প্রচারে এসে TV9 বাংলার কাছে জানালেন নিজের ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথা।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলা তথা হিন্দি ছবির উজ্জ্বল নাম। বাংলা ছবির সব থেকে দীর্ঘ দিনের নায়িকা তিনি। সব সময় বডি গার্ড সহ নিরাপত্তা বলয়ে থাকেন, তবুও তিনি অসহায় বোধ করেন এমনই জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর নতুন ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত ‘ ছবির প্রচারে এসে TV9 বাংলার কাছে জানালেন নিজের ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথা। ম্যাডাম সেনগুপ্ত ছবির বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গে নায়িকা জানালেন, একজন মহিলা হিসেবে মাঝে মাঝে অসহায় বোধ করেন তিনি। কিছুদিন আগের এক অভিজ্ঞতার কথা বললেন, ” আমি কিছুদিন আগেই অন্য রাজ্যের পাহাড়ে শ্যুট করতে গিয়েছিলাম। সেখানেই শ্যুট শেষে ওখানকার লোকাল দোকানে আমার টিমের সকলকে নিয়ে হাজির হয়েছিলাম কিছু কেনার জন্য। সেখানে দেখি, কয়েকজন স্থানীয় ছেলে মটরবাইকে করে আমাদের ফলো করছে, যে দোকানে যাচ্ছি, সেই দোকানেই যাচ্ছে, অদ্ভুত ভাবে তাকিয়ে রয়েছে, যেটা দেখে আমাদের অস্বস্তি হচ্ছিল। আমি ভয়ে বললাম, বাইরে না থেকে হোটেল ফিরে যাওয়াই ভাল। এটা ভাবতেই ভয় করছিল, আমার সঙ্গে পুরো টিম রয়েছে,দেহরক্ষী রয়েছে, তাতেও আমি ভীত। ”
তিনি আরও বললেন, ” দেখ আমরা এত প্রতিবাদ করছি, মিছিল করছি, তবুও এই ধরণের মানসিকতা পরিবর্তন হচ্ছে না। এরা পরিবর্তন হতেই চাইছে না। তাই আমার মনে হয় মহিলাদের নিজেদের তৈরি করতে হবে, মানসিক ও শারীরিক ভাবে নিজেদের তৈরি হতে হবে, যাতে নিজেদের রক্ষা করতে পারে মেয়েরা শারীরিক নিগ্রহের হাত থেকে।”
এই গল্প থেকে আন্দাজ করা যায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এত অসহায় বোধ করলে সাধারণ মানুষরা কতটা অসহায় বোধ করেন। এই প্রসঙ্গেই নায়িকা জানালেন, আদি অনন্তকাল ধরে মহিলারা অত্যাচিত হচ্ছে, এরা কোন দিন পরিবর্তন হবেনা। তাই আমাদেরই সেল্ফ ডিফেন্স শিখতে হবে।
