AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাংলা-বাংলাদেশি’ ভাষা বিতর্কে এবার গর্জে উঠলেন রূপম ইসলাম, কী লিখলেন বাংলার রকস্টার?

দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে এবং বাংলাদেশি সন্দেহে ৮ জনকে আটক করেছে। এই আট জন আটক ব্যক্তিদের কাছ থেকেই বাংলায় লেখা কয়েকটি নথি বাজেয়াপ্ত হয়েছে। সেই সব নথি যাচাইয়ের জন্য একজন ট্রান্সলেটার দরকার বলে দিল্লি পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

'বাংলা-বাংলাদেশি' ভাষা বিতর্কে এবার গর্জে উঠলেন রূপম ইসলাম, কী লিখলেন বাংলার রকস্টার?
Image Credit: Social Media
| Updated on: Aug 04, 2025 | 2:10 PM
Share

তিনি বাংলার জনপ্রিয় এক রকস্টার। এই বাংলাই তাঁর ‘একলা ঘর’। আর সেই বাংলা তথা বাংলা ভাষার অপমান হলে, একেবারেই চুপ করে বসে থাকেন না রূপম ইসলাম। যখনই জানতে পারলেন, দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে এবং বাংলাদেশি সন্দেহে ৮ জনকে আটক করেছে। এই আট জন আটক ব্যক্তিদের কাছ থেকেই বাংলায় লেখা কয়েকটি নথি বাজেয়াপ্ত হয়েছে। সেই সব নথি যাচাইয়ের জন্য একজন ট্রান্সলেটার দরকার বলে দিল্লি পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতেই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমা দেওয়া হয়েছে। এক্স হ্যান্ডলে দিল্লি পুলিশের সেই বিতর্কিত চিঠিটি পোস্ট করেছে রাজ্যের শাসকদল।

তখনই সোশাল মিডিয়ায় গর্জে উঠলেন রূপম। স্পষ্ট জানালেন, এই ধরনের কাজ একেবারেই মূর্খামি! রূপম তাঁর এক্স হ্য়ান্ডেলে লিখলেন, ”এটা কী হচ্ছে? বাংলা ভাষা কি দেশের ২২ টি ভাষার একটি নয়! কেন বাংলা বললেই বাংলাদেশি তকমা এঁটে দেওয়া হচ্ছে? এই ধরনের কাজ একেবারে মূর্খামির পরিচয়। ধিক্কার জানাই। ”