চারিদিকে বিপদ। তার মধ্যে নিজেক স্থির রাখতে হবে। মাথা করতে হবে ‘টু কুল’। আর এভাবেই করতে হবে ভয়কে জয়। রিয়েলিটি শো ‘খতরো কে খিলাড়ি’র এই হল মূলমন্ত্র। শো হোস্টের দায়িত্বে ছিলেন অ্যাকশন ফিল্মের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টি। এক-দুই করে দশ সিজন পার করে এগারো নম্বরে পা দিত চলেছে ‘খতরো কে খিলাড়ি’। সঙ্গীতিশিল্পী রাহুল বৈদ্য রয়েছেন এই সিজনে। তিনি আরও জানান শোয়ের বাকি অংশগ্রহণকারীদের সঙ্গে কেপ টাউনে পারি দিতে চলেছেন রাহুল। তবে সে আর হল না। পিছিয়ে গেল ‘খতরো কে খিলাড়ি’র শুটিং।
আরও পড়ুন করোনা আক্রান্ত সাংবাদিক রাজীব মাসান্দ, শারীরিক অবস্থা সঙ্কটজনক
তবে এ খবরের এখনও সত্যতা যাচাই করা হয়নি। একটি ইনস্টাগ্রাম পেজ ‘বিগ বস ১৫ খবরি’ প্রকাশিত খবর অনুযায়ী ‘খতরো কে খিলাড়ি’র শুটিং দু’মাসের জন্য পিছিয়ে গিয়েছে। আবু ধাবি সরকারের কড়া করোনাবিধির কারণে পিছিয়েছে শুটিং। তবে প্রযোজনা সংস্থা এ বিষয়ে এখনও মুখ খোলেননি।
করোনাভাইরাস মহামারীর কারণেই নির্মাতারা দক্ষিণ আফ্রিকার কেপটাউনক শুটিং লোকেশন হিসেবে বেছে নেন। তবে, এখন মনে হচ্ছে নতুন এক সমস্যায় পড়তে হল তাঁদের। তবে, এ খবর যদি গুজব না হয়, তাহলে এ নিয়ে ষষ্ঠবার কেপটাউনে ‘খতরো কে খিলাড়ি’র শুটিং হতে চলেছে।
এদিকে, রোহিত শেট্টি আবারও শো-হোস্টের টুপি পরতে চলেছেন। বহু জনপ্রিয় সেলিব্রিটিদের ‘খতরো কে খিলাড়ি’র প্রতিযোগী হিসেবে দেখা যাবে। দিব্যাঙ্কা ত্রিপাঠি, নিক্কি তাম্বোলি, সানায়া ইরানি, অভিনব শুক্লাদের সম্ভবত ‘খতরো কে খিলাড়ি’র অংশ হতে দেখা যাবে। অন্যদিকে বরুণ সুদ, রাহুল বৈদ্য, অর্জুন বিজলানি, উর্বশী ঢোলাকিয়া এবং অনুষ্কা সেন তাঁদের অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত করেছেন।