রুক্মিনী মৈত্র। বরাবরই প্রাণবন্ত। পর্দার সামনে থেকে পর্দার পিছনে, রুক্মিনীকে নিয়ে তাই দর্শক মনে সদাই কৌতুহল থাকে তুঙ্গে। দেখতে দেখতে টলিপাড়ায় কাটিয়ে ফেললেন বেশ কয়েকবছর। পাশাপাশি বলিউডেও করেছেন কাজ। বর্তমানে বেশ কয়েকটি বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকা রুক্মিনী ফ্রেমবন্দি হলেন অন্য মেজাজে। অতীতেও এই ছবি ক্যামেরায় ধরা পড়েছিল। চর্চিত প্রেমিক দেবের সঙ্গে ক্রিকেট খেলায় মত্ত তিনি। এবার শাড়ি পরেই ক্রিজে ছক্কা হাকালেন তিনি। একের পর এক ছয়-চার, আবার কখনও দেবের ক্যাচে আউট। তবে ব্যাট হাতছাড়া করার নাম নেই। খেলা যেন তাঁর শেষ হচ্ছে না। শেষ মেশ বেসামাল দেখে দেব নিজেই নেমে পড়লেন মাঠে। হাত ধরে থামালেন রুক্মিনীকে। টানতে টানতে সেখান থেকে বার করে নিয়ে গেলেন। জুটির এই মিষ্টি ভিডিয়ো দেখে মুগ্ধ ভক্তরা।
টলিউডের পাওয়ার কপিল দেব-রুক্মিনী। পর্দায় একাধিক চরিত্রে ঝড় তুলেছেন তাঁরা। ব্যক্তিজীবনেও তাঁদের নিয়ে নানা জল্পনা দানা বাঁধতে দেখা যায়। তবে এসবের বাইরে জুটি চুটিয়ে উপভোগ করছেন জীবন। সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। দেশ বিদেশের নানা প্রান্তে ছুটি কাটাতে পৌঁছে যান তাঁরা। অ্যাডভেঞ্চার প্রিয় এই জুটি তাই বরাবরই দর্শক নজরে প্রিয়।
দেব-রুক্মিনীর সম্পর্কের সমীকরণ এতটাই মিষ্টি যে তা বারবার মন কেড়েছে সকলের। কখনও রিয়্যালিটি শোয়ের মঞ্চে, কখনও ছবির চরিত্রের সমীকরণকে কেন্দ্র করে চর্চায় উঠে এসেছেন তাঁরা। দেবের হাত ধরেই সিনেমার জগতে প্রবেশ রুক্মিনীর। বর্তমানে এই বোল্ড ডিভা বলিউডেও জায়গা করে নিচ্ছেন। তাই বলে বাংলা ছেড়ে কখনই নয়। একাধিকবার রুক্মিনী জানিয়েছেন, ভাল চরিত্র পেলেই তিনি আছেন, সে যে ভাষার যে প্রান্তের ছবি হোক না কেন।