দেবকে ‘পিতৃদিবস’-এর শুভেচ্ছা রুক্মিণীর, আচমকা কেন এমন পোস্ট করলেন নায়িকা?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 18, 2024 | 4:28 PM

কিছু দিন আগে রটেছিল দেব এবং রুক্মিণী মৈত্র মধ্যে নাকি দুরত্ব তৈরি হয়েছে। ইনস্টাগ্রামে নায়িকা নাকি আনফলো করেছেন নায়ককে। তা নিয়ে বিস্তর লেখালেখিও হয়েছিল। যদিও এ সব কোনও কিছুতেই যে গুরুত্ব দিতে রাজি নন তিনি তা 'খাদান' ছবির প্রচারের মাঝেই স্পষ্ট করেন নায়ক।

দেবকে পিতৃদিবস-এর শুভেচ্ছা রুক্মিণীর, আচমকা কেন এমন পোস্ট করলেন নায়িকা?

Follow Us

কিছু দিন আগে রটেছিল দেব এবং রুক্মিণী মৈত্র মধ্যে নাকি দুরত্ব তৈরি হয়েছে। ইনস্টাগ্রামে নায়িকা নাকি আনফলো করেছেন নায়ককে। তা নিয়ে বিস্তর লেখালেখিও হয়েছিল। যদিও এ সব কোনও কিছুতেই যে গুরুত্ব দিতে রাজি নন তিনি তা ‘খাদান’ ছবির প্রচারের মাঝেই স্পষ্ট করেন নায়ক। ছবি মুক্তির দুদিন আগে রুক্মিণীর তরফ থেকে এল মিষ্টি বার্তা। যা কিছুটা হলেও প্রমাণ দেয় যে যা রটানো হচ্ছিল সবটাই ভুয়ো।

১৮ ডিসেম্বর প্রকাশ্যে এসেছে দেব, যিশু অভিনীত ‘খাদান’ ছবির ট্রেলার। যা দেখে নায়ককে প্রশংসায় ভরিয়েছে দর্শক। এর মাঝেই নিজের এক্স হ্যান্ডেলে মিষ্টি ভাবে পোস্ট করলেন অভিনেত্রী। রুক্মিণী লেখেন, “বাপরে বাপ! কাল থেকে বাংলায় শুধুই শুভ পিতৃদিবস, সরি মানে খাদান ডে।”

 

রুক্মিণীর এই মিষ্টি টুইটের উত্তরও দিয়েছেন নায়ক। দেব লেখেন,”ধন্যবাদ প্রিয়। তোমার কাছ থেকে পাওয়া সমর্থন সবসময়ই একটু আলাদা। আমিও বিনোদিনীতে তোমার দারুণ একটা পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছি।” অনেকের মনেই প্রশ্ন খাদান-এর জন্য নায়ককে শুভেচ্ছা জানাতে গিয়ে কেন ‘পিতৃদিবস’-এর উল্লেখ করলেন অভিনেত্রী? তার কারণ একটাই। ছবির ট্রেলার থেকে টিজার সর্বত্রই নায়ক বলেছেন, “যা যা বলে দে, তোর বাপ এসেছে…।” উল্লেখ্য, এর আগে দেব এবং রুক্মিণীর সম্পর্ক ভাঙার খবর যখন ছড়ায় সে সময় নায়ক বলেছিলেন, “রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কি ফলো করছেন না সেটা নিয়ে আমি দশজনকে উত্তর দিতে যাব না।”

Next Article