ফের মানহানির মামলা, সত্‍ মেয়ের বিরুদ্ধে বড় পদক্ষেপ রূপালির

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Jan 18, 2025 | 6:23 PM

অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানাচ্ছিলেন সত্‍ মেয়ে এষা বর্মা। তিনি অভিযোগ জানিয়েছিলেন, বাবা অশ্বিন বর্মার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন রূপালি। এমনকি অভিনেত্রীর বিরুদ্ধে মায়ের গয়না চুরির অভিযোগও জানিয়েছিলেন তিনি।

ফের মানহানির মামলা, সত্‍ মেয়ের বিরুদ্ধে বড় পদক্ষেপ রূপালির

Follow Us

অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানাচ্ছিলেন সত্‍ মেয়ে এষা বর্মা। তিনি অভিযোগ জানিয়েছিলেন, বাবা অশ্বিন বর্মার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন রূপালি। এমনকি অভিনেত্রীর বিরুদ্ধে মায়ের গয়না চুরির অভিযোগও জানিয়েছিলেন তিনি। সত্‍ মা রূপালির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উগরে দেন এষা। তবে অভিযোগ সত্ত্বেও চুপ ছিলেন অভিনেত্রী। ধৈর্যের বাধ ভাঙল। বলিসূত্রে খবর, সত্‍ মেয়ে এষার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন তিনি। এই ঘটনার প্রায় দু’মাস পার। এবার এষার বিরুদ্ধে ফৌজদারি আইনে আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আরও একটা মানহানির মামলা দায়ের করলেন ছোট পর্দার ‘অনুপমা’। গত ২৭ জানুয়ারি দায়ের করা হয়েছে এই মামলা। তা সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন রূপালির আইনজীবী রইস খান।

তিনি বলেন, “হ্যাঁ আমরা দেওয়ানির পর ফৌজদারি আইনেও আরও একটা মানহানির মামলা দায়ের করেছি। অপরাধ ছাড়া কোনোও ব্যক্তিরই জনসাধারণের কাছে মানহানির যন্ত্রণা সহ্য করা উচিত নয়। এই মামলাটি এটাই স্পষ্ট করে যে ন্যায়বিচার হল একজনের সুনাম নষ্ট করার মতো খারাপ প্রচেষ্টার বিরুদ্ধে একটি ঢাল।” ভারতীয় দণ্ডবিধির ৩৫৬ ধারায় মামলা দায়ের হয়েছে। এর আগে ১১ নভেম্বর দেওয়ানি আইনে মানহানির মামলা দায়ের করেছিলেন রূপালি। এদিকে সম্প্রতি বম্বে হাইকোর্ট রূপালিকে স্বস্তি দিয়ে এষাকে তাঁর বিরুদ্ধ এধরনের মানহানিকর বিষয়বস্তু শেয়ার করা থেকে বিরত থাকতে বলেছে।

Next Article