‘সন্দীপ্তাকে দেখে বোঝা যায় না’, নায়িকার কোন সিক্রেট ফাঁস করলেন রূপাঞ্জনা?
অভিনেত্রী রূপাঞ্জনা জানালেন, তিনি ছোট বেলায় বেশ ভূতের ভয় পেতেন। তবে সন্দীপ্তার সাফ জবাব তিনি ভূতে ভয় পান না। তবে অবশ্যই ভয় দেখাতে ভালবাসেন।

সিনেমা থেকে শুরু করে বহু ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্র ও সন্দীপ্তা সেন। বহু বছর আগে ‘দুর্গা ‘ সিরিয়ালে কাজ করার নানা মুহূর্ত উঠে এল TV9বাংলার আড্ডায়। সম্প্রতি ‘ভূতপূর্ব ‘ ছবি মুক্তি পেয়েছে । এই উপলক্ষে আড্ডায় হাজির ছিল এই দুই অভিনেত্রী। আড্ডায় উঠে এল ভূতের প্রসঙ্গ। অভিনেত্রী রূপাঞ্জনা জানালেন, তিনি ছোট বেলায় বেশ ভূতের ভয় পেতেন। তবে সন্দীপ্তার সাফ জবাব তিনি ভূতে ভয় পান না। তবে অবশ্যই ভয় দেখাতে ভালবাসেন। আর এই বিষয়ের সাক্ষী নাকি রূপাঞ্জনা মিত্র।
নায়িকার এহেন সখের কথা আগে দর্শকদের জানা ছিল না। অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র TV9 বাংলায় জানালেন, সেই কাহিনি। বললেন, “দুর্গা ধারাবাহিকের সেটে সন্দীপ্তা সেনকে দেখে তখন বোঝার উপায় ছিল না, ওর মধ্যে এতোটা দুষ্টু বুদ্ধি থাকতে পারে। প্র্যাঙ্কস্টার-এর উপাধি থাকলে সন্দীপ্তাকেই দিতে হবে। ওই সময় নায়ক থেকে শুরু করে পরিচালক, সকলকে ভয় দেখাতে ভালবাসত সন্দীপ্তা। আর আমি ছিলাম এই ভয় দেখানোর খেলায় ওর পার্টনার। সিরিয়ালের শ্যুট মানেই বহু সময় সেটে কাটাতে হতো। আর এমন সব পুরনো আমাদের স্টুডিও যে, খুব সহজেই আমরা ভয় দেখাতে পারতাম। আর এই সব বুদ্ধিগুলো আসতো সন্দীপ্তার মাথা থেকে।”
সন্দীপ্তা এই কথা শুনে বলেন, “আসলে আমাদের পরিচালক সহজেই ভয় পেতেন । আর একটা অদ্ভুত বিষয় ভূতের কথা বললে, সেখানেও ছেলে ভূতের থেকে মেয়ে ভূতের সংখ্যা অনেক বেশি। আসলে আমার মনে হয় মেয়েদের নানা রূপে দেখতে পছন্দ করে ছেলেরা।”
বহু বছর একসঙ্গে অভিনয় করার সুবাদে বহু অভিজ্ঞতার ঝুলি পূর্ণ থাকে ধারাবাহিকের অভিনেতাদের। আর সেই অভিজ্ঞতার থেকেই অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হলফ করে বলতে পারেন কেউ বুঝতে পারে না, তবে সন্দীপ্তা সেন সবথেকে বড় প্র্যাঙ্ক মাস্টার।
