AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মহেশ বাবু আর রাজামৌলির ছবির প্রথম ঝলক দেখা যাবে কবে?

দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু এবং পরিচালক এস. এস. রাজামৌলি একসঙ্গে কাজ করছেন একটি অ্যাডভেঞ্চার থ্রিলার-এ, যার নাম আপাতত ‘এসএসএমবি২৯’। এই ছবিতে মহেশের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপরাকে। ছবিটি ২০২৪ সালে ঘোষণা করা হয় এবং চলতি বছরেই শুটিং শুরু হয়েছে। যদিও ছবির বিষয়ে নির্মাতারা এতদিন মুখ বন্ধ রেখেছেন, অবশেষে মহেশ বাবুর ৫০তম জন্মদিনে অনুরাগীদের জন্য বড় আপডেট নিয়ে হাজির হলেন রাজামৌলি।

মহেশ বাবু আর রাজামৌলির ছবির প্রথম ঝলক দেখা যাবে কবে?
| Edited By: | Updated on: Aug 09, 2025 | 2:41 PM
Share

দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু এবং পরিচালক এস. এস. রাজামৌলি একসঙ্গে কাজ করছেন একটি অ্যাডভেঞ্চার থ্রিলার-এ, যার নাম আপাতত ‘এসএসএমবি২৯’। এই ছবিতে মহেশের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপরাকে। ছবিটি ২০২৪ সালে ঘোষণা করা হয় এবং চলতি বছরেই শুটিং শুরু হয়েছে। যদিও ছবির বিষয়ে নির্মাতারা এতদিন মুখ বন্ধ রেখেছেন, অবশেষে মহেশ বাবুর ৫০তম জন্মদিনে অনুরাগীদের জন্য বড় আপডেট নিয়ে হাজির হলেন রাজামৌলি।

এক্স-এ রাজামৌলি লিখেছেন, “ভারত ও বিশ্বের সকল সিনেমাপ্রেমী এবং মহেশ ভক্তদের জানাই শুভেচ্ছা। আমরা বেশ কিছুদিন আগে শুটিং শুরু করেছি এবং আপনারা যে এই সিনেমা সম্পর্কে জানার জন্য উদগ্রীব হয়ে আছেন, তা আমরা বুঝি ও শ্রদ্ধা করি।এই ছবির গল্প ও ব্যাপ্তি এতটাই বিশাল যে শুধুমাত্র ছবি বা প্রেস কনফারেন্সের মাধ্যমে সেটা তুলে ধরা সম্ভব নয়। আমরা এমন কিছু তৈরি করছি যা এই সিনেমার গভীরতা, আবেগ এবং বিশাল জগৎকে তুলে ধরবে। এটি ২০২৫ সালের নভেম্বর-এ প্রকাশ করা হবে এবং আমরা এটিকে ‘অভূতপূর্ব এক রিভিল’ হিসেবে তৈরি করতে চাই।”

রাজামৌলি এরপর শেয়ার করেন ছবির প্রথম পোস্টার। পোস্টারে দেখা যায় একজন পুরুষের বুকের অংশ (সম্ভবত মহেশ বাবু),  যেখানে রক্তের দাগ রয়েছে। তাঁর গলায় একটি ত্রিশূল ও নন্দীর প্রতীকসহ লকেট ঝুলছে, যা শিবের উপাসনার ইঙ্গিত দেয়। মহেশ বাবু এই ছবির জন্য বিশেষ প্রশিক্ষণ ও দেহ গঠনের মধ্যে রয়েছেন। তাঁর চরিত্রটি আংশিকভাবে ভগবান হনুমান দ্বারা অনুপ্রাণিত বলেও খবর।