সামনেই ভোট। রাজ্যে জোরকদমে চলছে ভোটপ্রচার। নন্দীগ্রামে প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গতকাল গিয়েছিলেন প্রচারে। প্রচারে গিয়ে আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। কেননা আঘাত পাওয়ার পর মুখ্যমন্ত্রী নিজেই ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। দাবি করেন, চার-পাঁচজন নাকি তাঁর পায়ের উপর দরজা বন্ধ করে দিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ান যদিও সেই দাবিকে সমর্থন করেনি। কিন্তু এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূলের সমর্থকরা।
অভিনেত্রী সায়নী ঘোষ এখন ‘বলিষ্ঠ’ তৃণমূলী। রাজ্যভোটে তিনি আসানসোল(দক্ষিণ)-এর প্রার্থী। কোমরবেঁধে তিনিও শুরু করেছেন ভোটপ্রচার। দলনেত্রীর বিরুদ্ধে এই ঘোরতর ‘ষড়যন্ত্র’কে একেবারেই মেনে নিতে পারছেন না সায়নী। তিনি সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়ে উঠেছেন। হাসপাতালে শুয়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করে তিনি জোরালো ভাষায় লিখেছেন, “ ওরা তোমার ভুল জায়গায় আঘাত করেছে। ওরা তোমার ডানা ছাঁটতে চেয়েছিল, কিন্তু ওরা ভুলে গেছে তোমার থাবা আছে।” তাঁর এই পোস্টে উপচে পড়েছে কমেন্ট-বক্স। কেউ মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেছেন, কেউ আবার বিরূপ মন্তব্যও করেছেন।
সোশ্যাল মিডিয়ায় প্রথম থেকেই সক্রিয় সায়নী। একের পর এক বিজেপির বিরুদ্ধে তোপ হানছেন তিনি। সম্প্রতি বিজেপির বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ এনেছেন তিনি। তাঁর অভিযোগ, মানুষের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি। ‘ডিয়ার বিজেপি’ সম্বোধন করে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছিলেন সায়নী। সেখানে তিনি লেখেন, ‘বাংলার মানুষের ভালবাসা আমাদের প্রতিষ্ঠিত করেছে। বোঝাই যাচ্ছে, আপনারা একটু অস্বস্তিতে পড়েছেন।’ সায়নীর আরও অভিযোগ, বিজেপি মেয়েদের সম্মান করে না। তাঁর দাবি, ‘আপনাদের দলের নেতাই যখন আদ্যাশক্তি, মহামায়া, দেবী দুর্গার বংশপরিচয় নিয়ে প্রশ্ন তোলেন, আগে নিজের দলের মহিলাদের নিঃশর্তভাবে সম্মান করতে শিখুন।’ সায়নীর স্পষ্ট দাবি, বিজেপি ভয় পাচ্ছে। ভোটের ময়দানে সেই ভয়কেই টার্গেট করতে চান অভিনেত্রী।
আরও পড়ুন :নতুন কবিতায় ‘দিদি’-‘ভাইপো’কে এক হাত নিলেন রুদ্রনীল