সইফ আলি খানের বোন পতৌদি পরিবারের ‘থ্রো ব্যাক’ ছবি পোস্ট করার ক্ষেত্রে ভীষণ জনপ্রিয়। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বহু ছবি পোস্টও করেছেন এবং তা ভাইরালও হয়েছে। সম্প্রতি সইফের ছেলে ইব্রাহিম আলি খানের ছবি পোস্ট করলেন সাবা আলি খান। নেটিজেনদের কাছে সাবার প্রশ্ন, ‘আমি ভাবছি…এটা কে??? ছবিটি তুলেছি আমি’। ক্যাপশনে হ্যাশট্যাগে লেখেন #ফ্রাইডেফান।
ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট ইব্রাহিম একটি খেলনা গাড়িতে বসে রয়েছে। আর তাঁকে দেখতে লাগছে হুবহু বাবার মতো। একজন তো কমেন্টে লিখেই ফেললেন, ‘সইফের নকল’।
কিছুদিন আগে ঠিক এমনই দাদা সইফের এক সাদা-কালো ছবি শেয়ার করে ক্যাপশনে সাবা লেখেন, ‘ছোটবেলার গল্প…বাবা মার সঙ্গে ভাইজান’। ছবিতে সইফের সঙ্গে রয়েছেন বাবা মনসুর আলি খান পতৌদি এবং মা শর্মিলা ঠাকুরও।
ফ্যানেরা ছোটবেলার সইফের সঙ্গে তৈমুরের মিলও খুঁজে পেলেন। কমেন্ট সেকশনে লিখলেন, ‘মাশা আল্লা, তৈমুর বাবার একেবারে কার্বন কপি’, কেউ লিখলেন, ‘কপি-পেস্ট’ তো কেউ লিখলেন, ‘তৈমুরের মতো’ চতুর্থজন লিখলেন, ‘তৈমুর ওঁর জেরক্স’