‘রামায়ণ করলেই রাম হওয়া যায় না!’, রণবীরকে নিয়ে হঠাৎ কেন এমন বললেন সদগুরু?
বলিউডের চকোলেট বয় হিসেবে খ্য়াত রণবীর কখনই রাম হয়ে উঠতে পারে না। এমনকী, নীতিশের রামায়ণ ছবির টিজার মুক্তি পাওয়ার পরেও রণবীরের রাম অবতার নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। এবার এই বিতর্কে ইতি টানতে মাঠে নামলেন আধ্যাত্মিক গুরু সদগুরু। রণবীরকে সমর্থন করে তিনি স্পষ্ট বলেন, রণবীর রামের চরিত্রে একেবারে পারফেক্ট।

নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুরকে বেছে নেওয়ার পর থেকেই বলিউডের একাংশ বিতর্ক শুরু করেছিল। অনেকেই মনে করেছিলেন রণবীরকে মোটেই রাম হিসেবে মানায় না। বলিউডের চকোলেট বয় হিসেবে খ্য়াত রণবীর কখনই রাম হয়ে উঠতে পারে না। এমনকী, নীতিশের রামায়ণ ছবির টিজার মুক্তি পাওয়ার পরেও রণবীরের রাম অবতার নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। এবার এই বিতর্কে ইতি টানতে মাঠে নামলেন আধ্যাত্মিক গুরু সদগুরু। রণবীরকে সমর্থন করে তিনি স্পষ্ট বলেন, রণবীর রামের চরিত্রে একেবারে পারফেক্ট।
রণবীরের আগে পর্দায় রাম হয়ে এসেছিলেন দক্ষিণী তারকা প্রভাস। তবে প্রভাসের রাময়ণ বক্স অফিসে ফ্লপ হওয়ার পাশাপাশি বিতর্ক তুলেছিল প্রচুর। তারপর থেকেই পরিচালক নীতিশ তিওয়ারি সতর্ক ছিলেন তাঁর রামায়ণ নিয়ে। তাই রণবীরকে রাম অবতারে আনার জন্য নানা পন্থা নিয়েছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সদগুরু জানালেন, ‘রামায়ণ নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। তার অর্থ হল, সিনেমার পর্দায় রামায়ণের গল্প বলা হবে। আর এই গল্পের মধ্য়েই রাম হচ্ছেন রণবীর। ওকে ঈশ্বর রাম ভাবার কোনও কারণ নেই। কেননা, ও শুধুই অভিনয় করবে। রামায়ণ করলেই রাম হওয়া যায় না। ” সদগুরু এর সঙ্গে যোগ করে আরও বলেন, ”রণবীর আগে কী করেছেন, কী খেয়েছেন, তা দিয়ে বিচার করার অর্থ হয় না। তিনি শুধুমাত্র একজন অভিনেতা।”
তবে শুধুই রণবীর নয়, এই ছবির রাবণ ওরফে দক্ষিণী তারকা যশের প্রশংসাও করেছেন সদগুর। তাঁর কথায়, যশ খুবই হ্য়ান্ডসাম অভিনেতা। দারুণ অভিনয়ও করে। আশা করি, রাবণ চরিত্রের নানা শেডস গুলো তুলে ধরতে সক্ষম হবে যশ।
২০২৬ সালে মুক্তি পাবে রণবীরের রামায়ণ। ইতিমধ্য়েই ছবির বেশিরভাগ শুটিং হয়ে গিয়েছে। জানা গিয়েছে, এই ছবি বলিউডের সবচেয়ে বড় বাজেটের ছবি হতে চলেছে।
