এই ফ্লুইড লিক হলে বিরাট ঝুঁকি, সইফের চিকিৎসকরা কী বলছেন?

Jan 17, 2025 | 5:25 PM

Saif Ali Khan Health: সইফ-করিনার চার বছরের ছেলে জাহাঙ্গীরের ঘরে ঢুকেছিল হামলাকারী। দাবি করেছিল ১ কোটি টাকা! এমনটাই খবর পুলিশ সূত্রে। পুলিশ মারফত জানা গিয়েছে, একা সইফ নন, জাহাহ্গীর ওরফে জেহ-র দেখভাল করা নার্স ও আরেক পরিচারকও আক্রান্ত হয়েছে। 

এই ফ্লুইড লিক হলে বিরাট ঝুঁকি, সইফের চিকিৎসকরা কী বলছেন?

Follow Us

বুধবার মধ্যরাতে ভয়ানক হামলার মুখোমুখি পড়তে হয়েছিল সইফ আলি খানকে। বাড়িতেই লুকিয়ে ছিল চোর। মধ্যরাতে সুযোগ বুঝে হামলা চালায়। ঘাড়ে, হাতে, পিঠে ছয়বার কোপ মারা হয় তাঁকে। বৃহস্পতিবার অস্ত্রোপচার হয় তাঁর। এরই মধ্যে ভয়ঙ্কর তথ্য এল সামনে। সইফ-করিনার চার বছরের ছেলে জাহাঙ্গীরের ঘরে ঢুকেছিল হামলাকারী। দাবি করেছিল ১ কোটি টাকা! এমনটাই খবর পুলিশ সূত্রে। পুলিশ মারফত জানা গিয়েছে, একা সইফ নন, জাহাহ্গীর ওরফে জেহ-র দেখভাল করা নার্স ও আরেক পরিচারকও আক্রান্ত হয়েছে।

দ্রুত সইফকে নিয়ে যাওয়া হয় লীলাবতী হাসপাতালে। সেখানে তাঁর মেরুদণ্ড, ঘাড় ও পেটে অস্ত্রোপচার করা হয়। মেরুদণ্ড থেকে ছুরির ভাঙা অংশ বার করা। রাখা হয় ICU-তে। অপারেশনের পর ডাক্তারের পক্ষ থেকে জানানো হয়, অভিনেতার মেরুদণ্ডে ছুরির আঘাত এতটাই গভীর ছিল যে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড পর্যন্ত বেরিয়ে এসেছিল। যদিও বর্তমানে সইফ বিপদ মুক্তি।

তবে ডাক্তারের কথায় এই ফ্লুইড লিক ভয়ানক হতে পারে সইফের জন্যে। যা থেকে সংক্রমণ মস্তিষ্কে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। ফলে প্রাণ যাওয়ার সম্ভাবনাও থাকে কিছু কিছু ক্ষেত্রে। ফলে এই একটা বিষয় ডাক্তারদের বেজায় ভাবিয়ে তুলছে। এর পাশাপাশি শরীরে অন্যান্য সমস্যাও তৈরি হতে পারে, যেমন মাথা ব্যথা, নার্ভের সমস্যা কিংবা শরীরের কোনও অংশ অসার পর্যন্ত হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে অতিরিক্ত পরিশ্রম একেবারেই করা যাবে না। বিশ্রামেই মূলত থাকতে হবে সইফ আলি খানকে। সূত্রের খবর সইফকে ডাক্তারের পক্ষ থেকে এক মাসের বিশ্রামের নির্দেশ দেওয়া হয়েছে। তবে হাসপাতাল থেকে কবে ছুটি মিলবে, সে বিষয় এখনও কোনও খবর সামনে আসেনি।

শিরদাঁড়ার পাশে হামলাকারী যখন কোপ মারে, তখন আড়াই ইঞ্চি ছুরি ভেঙে শরীরের ভিতরেই রয়ে যায়। অস্ত্রোপচার করে তা বের করা হয়। বাম হাতে দুটি গভীর ক্ষত তৈরি হয়েছে। ঘাড়েও একটা কোপ মেরেছিল হামলাকারী। প্লাস্টিক সার্জারিও করা হয় সইফের।

Next Article