কেমন আছেন সইফ? নায়ককে দেখতে হাসপাতালে ছুটলেন অমৃতা

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Jan 20, 2025 | 4:56 PM

Saif-Amrita: তিন দিন হল হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা সইফ আলি খান। বুধবার মধ্য রাতের ঘটনা। আচমকাই নায়কের উপর আক্রমণ করেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ছুরি দিয়ে রীতিমতো কোপানো হয় অভিনেতাকে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে রীতিমতো উদ্বিগ্ন গোটা বলিউড।

কেমন আছেন সইফ? নায়ককে দেখতে হাসপাতালে ছুটলেন অমৃতা

Follow Us

তিন দিন হল হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা সইফ আলি খান। বুধবার মধ্য রাতের ঘটনা। আচমকাই নায়কের উপর আক্রমণ করেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ছুরি দিয়ে রীতিমতো কোপানো হয় অভিনেতাকে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে রীতিমতো উদ্বিগ্ন গোটা বলিউড। প্রত্যেকেই নিজের দুশ্চিন্তার কথা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। স্ত্রী করিনা কাপুর খান তো সকাল, সন্ধ্যা রয়েছেন হাসপাতালেই। নিয়মিত বাবাকে দেখতে আসছেন সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। অনেকের প্রশ্ন ছিল সইফের এই অবস্থায় তাঁকে দেখতে এসেছেন কিনা প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং। রিপোর্ট বলছে না, অনেক নায়ক নায়িকারা তাঁকে দেখতে এলেও আসেননি অমৃতা। তবে অসুস্থ সইফকে দেখতে এলেন অন্য অমৃতা। তিনি হলেন করিনার প্রিয় বান্ধবী।

 

ইন্ডাস্ট্রির প্রায় সবাই জানেন, করিনার প্রিয় বান্ধবী হলেন অমৃতা অরোরা। বহু বছর ধরে তাঁদের বন্ধুত্ব। ২০২৪ সালে আচমকাই যখন অমৃতা এবং মালাইকা অরোরার বাবার আত্মহত্যার খবর প্রকাশ্যে আসে তখন নিজের সব কাজ ছেড়ে তাঁদের বাড়িতেই ছিলেন করিনা। তেমনই বেবোর এই বিপদে পাশে রয়েছেন তাঁর প্রিয় বান্ধবী। তাই তো অসুস্থ সইফকে দেখতে নার্সিংহোমে হাজির হলেন অমৃতা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। সইফের বিপদের কথা প্রকাশ্যে আসার পর তাঁর খোঁজ নিয়েছিলেন করিনার প্রাক্তন শাহিদ কাপুরও। প্রসঙ্গত, নায়ক এখন বিপদ মুক্ত। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন নায়ক।

Next Article