বুড়ো হওয়ার আগে এক নতুন সদস্যকে ওয়েলকাম করতে পারব: সইফ

স্বরলিপি ভট্টাচার্য |

Jan 18, 2021 | 7:05 PM

সইফের তিন সন্তানের সঙ্গে নাকি তিন রকম সম্পর্ক। সারা আলি খান এবং ইব্রাহিম খানকে তিনি বন্ধু মনে করেন।

বুড়ো হওয়ার আগে এক নতুন সদস্যকে ওয়েলকাম করতে পারব: সইফ
সইফ আলি খান।

Follow Us

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। বাড়িতে আসবে নতুন সদস্য। তৈরি করিনা কাপুর খান এবং সইফ আলি খানের (Saif ali khan) পরিবার। ইতিমধ্যেই নতুন বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন দম্পতি। সদ্য মুক্তি পেয়েছেন সইফ অভিনীত ‘তান্ডব’। আপাতত পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেতা। ছুটি শেষে শুরু করবেন ‘আদিপুরুষ’-এর শুটিং।

সইফের তিন সন্তানের সঙ্গে নাকি তিন রকম সম্পর্ক। সারা আলি খান এবং ইব্রাহিম খানকে তিনি বন্ধু মনে করেন। অনেক কথাই তারা বাবার সঙ্গে শেয়ার করেন। আবার বেশ কিছু কথা নাকি গোপন করেন। সইফ সাক্ষাৎকারে জানিয়েছিলেন, টিনএজে এটাই স্বাভাবিক। কিন্তু তৈমুর এখনও খুবই ছোট। তবুও তৈমুরের বন্ধু হতে চেষ্টা করেন তিনি। তৈমুর কী বলতে চাইছে, সইফের কাছে তার গুরুত্ব রয়েছে।

আরও পড়ুন, কলকাতায় বিয়ে করছেন হরমন বাওয়েজা! পাত্রী কে জানেন?

সদ্য এক সাক্ষাৎকারে সইফ বলেছেন, ‘আমরা বুড়ো হয়ে যাওয়ার আগে আরও এক নতুন সদস্যকে ওয়েলকাম করতে পারব ভেবে ভাল লাগছে।’ সদ্য ৫০ বছরের জন্মদিন পেরিয়ে গিয়েছেন অভিনেতা। কিন্তু এখনও কাজের ক্ষেত্রে প্রতিদিন নিজেকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেন। পাশাপাশি ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রেও বলিউডে তিনি ট্রেন্ড সেটার। সব মিলিয়ে এই সময়টা করিনার পাশে থাকাকে এনজয় করছেন সইফ।

আরও পড়ুন, সাতপাকে বাঁধা পরলেন ত্বরিতা-সৌরভ, দেখুন বিয়ের অ্যালবাম

Next Article