Relationship Controversy: নিশ্চিত সইফ, ‘টাকা দেখেই মন দেবে সারা’, প্রেমের গোপন ফান্ডা ফাঁস হতেই ছিছিক্কার নেটপাড়ায়
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Apr 23, 2022 | 11:48 AM
Sara Ali Khan: ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল কখনও সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাম, কখনও আবার কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কের খবর। তবে কোনও সম্পর্কই বেশিদিন দানা বাঁধেনি।
1 / 6
বি-টাউনে পা রাখার পর থেকেই একের পর এক ভাল ছবি উপহার দেওয়ার পাশাপাশি সারা আলি খান, তাঁর লাভ লাইফ নিয়েো বারে বারে উঠে এসেছেন খবরের শিরোনামে।
2 / 6
ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল কখনও সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাম, কখনও আবার কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কের খবর। তবে কোনও সম্পর্কই বেশিদিন দানা বাঁধেনি।
3 / 6
কারণ কি! কফি উইফ করণে এসে মেয়ের মনের খবর ফাঁস করেছিলেন খোদ সইফ আলি খান। তিনি জানিয়ে ছিলেন, কেবল জনপ্রিয় নয়, সারার সঙ্গে থাকতে হলে তাঁকে আর্থিকভাবেও সচ্ছল হতে হবে।
4 / 6
মেয়ের মন পেতে কেবল বড়লোকের সুপুত্ররাই যে যোগ্য তা স্পষ্ট জানানোর পরই নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল সেই খবর। তার জেরেই কি পর পর সম্পর্ক ভাঙছেন তিনি।
5 / 6
পাতৌদি পরিবারের মেয়ে বলে কথা, অর্থটাই তাই তাঁর কাছে সব! প্রশ্ন ওঠে বিভিন্ন মহল থেকে। যদিও সারা এই প্রসঙ্গে বিন্দুমাত্র মন্তব্য করতে নারাজ। তিনি সাফ কিছুই জানাননি তাঁর মনের মানুষের যোগ্যতা নিয়ে।
6 / 6
যদিও কেউ কেই সইফের পক্ষ নিয়ে জানিয়ে ছিলেন, পাতৌদি পরিবারের বনেদিয়ানার জন্যই হয়তো এমন মানসিকতা তৈরি হয়েছে। যা খুব স্বাভাবিক। তবে সারা বর্তমানে মনের মানুষের খোঁজ জারি রেখেছেন, তা বলাই বাহুল্য।