TV9 বাংলা ডিজিটাল: আত্মজীবনী নিয়ে বই লেখার ইচ্ছে বাতিল করলেন সইফ আলি খান (Saif Ali Khan)। জ্যকলিন ফার্নানডেজ ( Jacqueline fernandez) এবং আমান্ডা সেরনির (Amanda Cerny) পডকাস্টে এসে এমনটাই জানিয়েছেন তিনি। এই অতিমারির সময়ে আগস্টে সইফ ফলাও করে বলেছিলেন তিনি আত্মজীবনী লিখতে চান। এবং এই বই লেখা নিয়ে তিনি যথেষ্ট উত্তেজিতও ছিলেন। তবে এখন কী এমন হল যে আর আত্মজীবনী লিখতে চাইছেন না সইফ?
সাক্ষাৎকার নেবার সময় জ্যকলিনকে সইফ জানিয়েছেন আত্মজীবনী লিখলে মানুষের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হবে। অকপটে সত্যি কথা বলার জন্য প্রচুর মানুষ তাঁকে ভুল বুঝবেন। অনেকে খারাপ কথা বলবেন। এসবের জন্য তিনি এখনও তৈরি নন। তিনি আরও জানিয়েছেন ভারতের কিছু জায়গার মানুষ এতটাই নেতিবাচক যে তিনি তাঁর ব্যক্তিগত জীবন তাদের সামনে তুলে ধরতেও চান না।
আরও পড়ুন : প্রভু দেবা কি চুপি চুপি বিয়ে সারলেন ওঁর ফিজিওথেরাপিস্টের সঙ্গে?
সইফ একটা সময় অবশ্য আত্মজীবনী লেখা নিয়ে যথেষ্ট উৎসাহী ছিলেন। কেমন হবে তাঁর আত্মজীবনী, সেই নিয়ে একটা আভাসও দিয়েছিলেন। বাড়ি, পরিবার, সিনেমা, কেরিয়ার, সাফল্য—এসব নিয়েই তিনি আত্মজীবনী লিখতে চেয়েছিলেন। সইফ বলেছিলেন “ কত কিছু পরিবর্তিত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, সব কিছু রের্কড করে রাখাটা খুব দরকার। মাঝে মাঝে পেছন ফিরে তাকাতেও তো ভাল লাগে। আশা করি আমার আত্মজীবনী পড়তে অনেকেরই ভাল লাগবে।” সব কিছু ঠিকঠিক থাকলে পরের বছর আত্মজীবনী বই আকারে বেরনোর কথা ছিল। কিন্তু এখন আর সেই সম্ভাবনা নেই।
সইফ আলি খান আপাতত ‘ভুত পুলিশ’–এর শ্যুটিং নিয়ে ব্যস্ত ধর্মশালায়। সইফ ছাড়াও এই ছবিতে অর্জুন কপূর, ইয়ামি গৌতম এবং জ্যাকলিন আছেন।