AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঐশ্বর্যকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য সলমন খানের বাবার! ‘একদিন বুঝতে পারবে…’

Salman Khan: ১৯৯৯ সালে 'হাম দিল দে চুকে সনম' ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে একে অপরের কাছাকাছি আসেন সলমন ও ঐশ্বর্য। যদিও কিছু বছরের মধ্যেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। শোনা যায়, অতিরিক্ত সন্দেহপ্রবণ সলমন নাকি রেগে গিয়ে ঐশ্বর্যকে মারধরও করতেন।

ঐশ্বর্যকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য সলমন খানের বাবার! 'একদিন বুঝতে পারবে...'
ঐশ্বর্যকে নিয়ে চাঁচাছোলা সলমনের বাবা সেলিম খান!
| Updated on: May 29, 2024 | 2:11 AM
Share

সলমন খানের সঙ্গে তুখোড় প্রেম ছিল ঐশ্বর্য রাই বচ্চনের। তবে পরবর্তীতে সে প্রেম ভেঙে যায়। খুব যে ভালভাবে ব্রেকআপ হয়েছিল তাঁদের এমনটা কিন্তু নয়, বরং কুৎসিত ভাবেই শেষ হয়েছিল সম্পর্ক। এরপর ঐশ্বর্য সম্পর্কে জড়ান বিবেক ওবেরয়ের সঙ্গে। মধ্যরাতে বিবেককে ফোন করে সলমনের হুমকি, সংবাদমাধ্যম ডেকে সলমনে বিরুদ্ধে বিবেকের ক্ষোভ উগরে দেওয়া এ সব ঘটনা কারও অজানা নয়। তবে জানেন কি এ সবের মাঝেই ঐশ্বর্যকে নিয়ে মুখ খুলেছিলেন সলমনের বাবা সেলিম খানও। বলেছিলেন এমন কিছু কথা যা অবাক করবে আপনাকে।

সেলিম বলেন, “এই সমস্যার কোনও যুক্তিসম্মত সমাধান নেই। সলমন ও বিবেক দু’জনেই আবেগঘন। একদিন বুঝতে পারে এক বোকা জিনিস নিয়ে লড়েছিল ওরা। অন্য কেউ এসে তো তাকে (ঐশ্বর্য) নিয়ে গেল। আর ওরা যেমন ছিল সেরকমই রয়ে গেল।” এখানেই শেষ নয় ছেলেকে নিয়ে সে সময় ভবিষ্যৎবাণীও করেছিলেন সেলিম খান। তিনি বলেন, “২০০৯ থেকে জীবন বদলে যাবে ওর। যদি সলমন সত্যিই বিয়ে করে তবে আগামী এক থেকে দুই বছরের মধ্যেই করবে। নয়তো যা বুঝতে পারছি তাতে বিয়ের সম্ভাবনা খুবই কম।”সেলিমের কথাই যেন ফলে গিয়েছিল সেদিন। এক দুই বছরের মধ্যে বিয়ে করেননি সলমন। এত বছর পার হয়ে গিয়েছে। আজও তিনি অবিবাহিত।

১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে একে অপরের কাছাকাছি আসেন সলমন ও ঐশ্বর্য। যদিও কিছু বছরের মধ্যেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। শোনা যায়, অতিরিক্ত সন্দেহপ্রবণ সলমন নাকি রেগে গিয়ে ঐশ্বর্যকে মারধরও করতেন। এরপর ঐশ্বর্য প্রেমে পড়েন তাঁর আর এক সহঅভিনেতা বিবেক ওবেরয়। খবর কানে যায় সলমনের। শোনা যায় ক্রুদ্ধ সলমন নাকি এক রাতে ৪১ বার ফোন করেন বিবেককে। শুধু কি তাই, তাঁকে প্রাণে মারার হুমকিও দেন। বিবেক সেই কথা প্রকাশ্যে জানাতেই দেখা যায় বলিউডে কাজ পাচ্ছেন না তিনি আর। সলমনের সঙ্গে পাঙ্গা নেওয়াই কি কাল হয়েছিল তাঁর? এই প্রশ্নে আজও তোলপাড় নেটপাড়া।