ভাল নেই সলমন খান। সম্প্রতি ছোটদের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানে গিয়েই চরম অস্বস্তিতে তিনি। বুক ধরে বসে পড়েন অনুষ্ঠানের মাঝেই। ভিডিয়ো দেখামাত্রই চিন্তায় তাঁর ভক্তরা। অভিনেত্রী ও সমাজকর্মী অম্রুতা ফড়নবিশের আমন্ত্রণে মুম্বইয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। আগে থেকেই শরীরটা ভাল ছিল না তাঁর। তা সত্ত্বেও সেখানে যান তিনি।
যে ভিডিয়ো সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে উঠতে গিয়ে বুকের পাঁজর ধরে বসে পড়েন তিনি। চেয়ার ছেড়ে উঠতে ব্যর্থ হন। কী হয়েছে তাঁর? কিছু সময় আগেই বুকে ব্যথা পেয়েছিলেন তিনি। চলেছিল চিকিৎসা। কিন্তু তিনি যে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি– এই ঘটনা সেই প্রমাণই দিচ্ছে। সলমনকে এই অবস্থায় দেখে চিন্তিত তাঁর ভক্তরা। একজন লেখেন, “শরীরের থেকে বেশি কিছু হয় না। নিজের খেয়াল রাখুন সলমন স্যর।”
দেখুন সেই ভিডিয়ো
#SalmanKhan Bhai is suffering from serious Rib Injury, get well soon Bhai, your health and happiness matters the Most 🙏❣️
— MASS (@Freak4Salman) August 28, 2024
শোনা যাচ্ছে পাঁজরের এই ব্যথার জন্যই নাকি তাঁর আগামী ছবি ‘শিকান্দর’-এর শুটিংয়ে দেরি হচ্ছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, আরও বেশ কয়েক বছর কাজে থাকুন, আনন্দে থাকুন– এমনটাই চাইছেন তাঁর অনুরাগীরা।