‘আমার মা-ও দেখেছেন’, বিগ বস-এ এসে কার প্রশংসায় পঞ্চমুখ সলমন?
গত সপ্তাহের ক্যাপ্টেন্সি টাস্কের সময় ফেরহানা গৌরবকে বারবার বাক্যবাণে আক্রমণ করেন। শেহবাজ বাদেশা যখন আমাল মল্লিককে বাঁচাতে গিয়ে গৌরবকে টাস্ক থেকে বাদ দেন, তখন ফেরহানা বলেন, “তুমি কে? টিভির সুপারস্টার? না আমি, না তানিয়া — কেউই তোমাকে কোনও শো-তে দেখিনি।”

বলিউড সুপারস্টার সলমন খান ফের রুদ্রমূর্তী ধারণ করে ফিরলেন বিগ বস ১৯-এর চলতি সপ্তাহের উইকেন্ড শো-এ। এবার কোনও প্রতিযোগীকেই ছাড়লেন না অভিনেতা। ফেরহানা ভাট, তানিয়া মিত্তল, নীলম গিরি ও কুনিকা সাদানন্দের আচরণের কারণে তীব্র ভর্ৎসনা করলেন ভাইজান। তবে প্রশংসা করলেন গৌরব খান্নার, যিনি ধারাবাহিকভাবে উস্কানির মুখেও নিজের সংযম বজায় রেখেছিলেন।
এপিসোডে ফেরহানার একটি মন্তব্য নিয়েই সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয়। তিনি বলেছিলেন, “আমি কখনও টেলিভিশনে কাজ করব না।” এই মন্তব্যের জবাবে সলমন খান কঠোর ভাষায় তাঁকে শিক্ষা দেন। অভিনেতা বলেন, “ফেরহানা, তুমি যদি গৌরবের কোনও শো না দেখে থাকো, তবে সেটা তোমার অজ্ঞতা। ও টেলিভিশনের খুব জনপ্রিয় মুখ। আমি নিজেও ওর সিরিয়াল দেখেছি, এমনকি আমার মা-ও দেখেছেন। তুমি কোন জগতে থাকো জানি না, কিন্তু যদি গৌরবকে সুপারস্টার বলতে অস্বীকার করো, তবে বলে রাখছি — ও সত্যিই সুপারস্টার। ও নিজে কখনও বলেনি, কিন্তু দর্শকরা ওকে বানিয়েছে।”
সলমন আরও বলেন, “গত ২০ বছর ধরে এই মানুষটা প্রতিদিন ১৮ ঘণ্টা কাজ করছে। তবু ফেরহানার লাগাতার উস্কানির মুখেও সে সংযম বজায় রেখেছে, কখনও ব্যক্তিগত আক্রমণ করেনি। যদি আমি ওই ঘরে থাকতাম, আমি এতটা ধৈর্য ধরতে পারতাম না। কেউ যদি আমার কেরিয়ার বা পরিবারের সম্পর্কে এমন কথা বলত, আমি চুপ থাকতাম না।”
উল্লেখ্য, গত সপ্তাহের ক্যাপ্টেন্সি টাস্কের সময় ফেরহানা গৌরবকে বারবার বাক্যবাণে আক্রমণ করেন। শেহবাজ বাদেশা যখন আমাল মল্লিককে বাঁচাতে গিয়ে গৌরবকে টাস্ক থেকে বাদ দেন, তখন ফেরহানা বলেন, “তুমি কে? টিভির সুপারস্টার? না আমি, না তানিয়া — কেউই তোমাকে কোনও শো-তে দেখিনি।” গৌরব তখন শান্তভাবে বলেন, “হ্যাঁ, আমি টেলিভিশনের সুপারস্টার, আর এখন তোমাকে টেলিভিশনের ক্ষমতা দেখাব।” তাঁর সেই সংযমই শেষ পর্যন্ত সলমনের প্রশংসা কুড়োয়।
