বন্যায় ভয়াবহ পরিস্থিতি পঞ্জাবে, সাহায্যের হাত বাড়ালেন সলমন
পঞ্জাব ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান দীপক বালি জানিয়েছেন, সলমন খানের ফাউন্ডেশন শুধু নৌকা পাঠিয়েই থেমে থাকেনি, বরং সীমান্তবর্তী হুসেনিওয়ালার আশপাশের কয়েকটি বন্যাকবলিত গ্রাম দত্তক নেওয়ার পরিকল্পনাও করেছে। রাজ্যের ভিতরে অনেক দুর্গম এলাকায় এই নৌকাগুলোর সাহায্যে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পঞ্জাবের পাশে দাঁড়ালেন বলিউড সুপারস্টার সলমন খান। টানা বর্ষণে রাজ্যের বিভিন্ন এলাকায় নদীগুলি উপচে পড়ায় পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। এই পরিস্থিতিতে অনেকেই সাধ্যমতো সাহায্যের হাত বাড়াচ্ছেন। সলমন খানের ‘বিইং হিউম্যান’ ফাউন্ডেশন জরুরি অবস্থায় ত্রাণের ব্যবস্থা করতে এবার উদ্যোগী। পাঞ্জাবে ইতিমধ্যেই পাঠিয়েছে পাঁচটি উদ্ধারকারী নৌকা। যার মধ্যে তিনটি নৌকা আটকে পড়া মানুষদের উদ্ধার, খাদ্যসামগ্রী বিতরণ এবং স্বেচ্ছাসেবীদের সহায়তা করতে কাজে লাগছে। বাকি দুটি নৌকা ফেরোজপুর সীমান্তের রাজ্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।
পঞ্জাব ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান দীপক বালি জানিয়েছেন, সলমন খানের ফাউন্ডেশন শুধু নৌকা পাঠিয়েই থেমে থাকেনি, বরং সীমান্তবর্তী হুসেনিওয়ালার আশপাশের কয়েকটি বন্যাকবলিত গ্রাম দত্তক নেওয়ার পরিকল্পনাও করেছে। রাজ্যের ভিতরে অনেক দুর্গম এলাকায় এই নৌকাগুলোর সাহায্যে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
রবিবার ‘বিগ বস ১৯’-এর ‘উইকএন্ড কা বার’ পর্বে সলমন খান নিজেই বলেন, “আমরা আমাদের সাধ্য অনুযায়ী সাহায্য করছি। ত্রাণ তহবিলে অর্থও প্রদান করা হয়েছে। এমনকি পঞ্জাবের অনেক জনপ্রিয় গায়ক তাঁদের পারস্পরিক বিরোধ ভুলে একসঙ্গে এগিয়ে এসেছেন।” সরকারি তথ্যমতে, পঞ্জাবে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জন। হাজার হাজার মানুষ এখনও বাড়িঘর ছেড়ে আশ্রয়শিবিরে রয়েছেন। রাজ্যের একাধিক জেলা এখনো জলের নিচে। চলছে দ্রুত উদ্ধার কাজ।
