‘ক্যাটরিনা একের পর এক সন্তান জন্ম দিত…’, হঠাৎ কেন বললেন সলমন?

আকাশ মিশ্র |

Mar 19, 2025 | 6:17 PM

তিনি বলিউডের দাবাং খান। গ্য়াংস্টারদের কুনজরে থাকলেও, তিনি একেবারেই বলিপাড়ার বিন্দাস নায়ক। তিনিই সিকন্দর। তিনিই টাইগার। হ্য়াঁ, সলমন এমনই। বড়পর্দায় অ্যাকশন অবতারে দেখা মিললেও, সলমন কিন্তু রসিক মানুষ।

ক্যাটরিনা একের পর এক সন্তান জন্ম দিত..., হঠাৎ কেন বললেন সলমন?

Follow Us

তিনি বলিউডের দাবাং খান। গ্য়াংস্টারদের কুনজরে থাকলেও, তিনি একেবারেই বলিপাড়ার বিন্দাস নায়ক। তিনিই সিকন্দর। তিনিই টাইগার। হ্য়াঁ, সলমন এমনই। বড়পর্দায় অ্যাকশন অবতারে দেখা মিললেও, সলমন কিন্তু রসিক মানুষ। আর তাঁর প্রমাণ ২০১৯ সালের এক টক শো। যেখানে ক্যাটরিনাকে নিয়ে এমন রসিকতা করেন, যে ক্য়াটরিনাও খোদ হতবাক।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ২০১৯ সালে ভরত ছবির প্রোমোশনে একটি টক শোয়ে হাজির হয়েছিলেন সলমন। পাশে ছিলেন ক্যাটরিনাও। সেখানে সঞ্চালক সলমনকে জিজ্ঞাসা করেন, যদি ক্যাটরিনা অভিনেত্রী না হতেন, তাহলে তাঁকে কোন পেশায় মানাত? সেই সঙ্গে সঞ্চালক ইঙ্গিত দেন, ক্য়াটরিনার ছবি প্রযোজনার শখ রয়েছে।

সঞ্চালকের প্রশ্ন শেষ হতেই টুক করে সলমন বলে ফেললেন, ক্য়াটরিনা বিয়ে করত এবং একের পর এক সন্তান জন্ম দিত! এটাই ওর পক্ষে সবচেয়ে ভালো কাজ। ক্যাটরিনা অবশ্য সলমনকে শুধরে দিয়ে বলেন, সঞ্চালক পেশার কথা বলছেন, যেমন, ডাক্তার বা ইঞ্জিনিয়ার!

ক্য়াটরিনার এই কথাও দমাতে পারেনি সলমনকে। ফস করে সল্লু বলে উঠলেন, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজই হল মায়ের। সংসার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা। যার কোনও পারিশ্রমিক হয় না। সলমনের এমন কথা শুনে চোখ ছল ছল করে উঠেছিল সলমনের।