কলকাতার হোটেল রুমে বন্দি রেখা, পাশের রুমেই অমিতাভ! তারপর…

আকাশ মিশ্র |

Mar 19, 2025 | 7:48 PM

সময়টা ছয়ের দশক। রেখার সঙ্গে তখন জমজমাট প্রেম অমিতাভের। বলিউডে তাঁদের নিয়ে ফিসফাস। লোকে তো ভেবেই ছিল রেখার সঙ্গে সংসার পাতবেন বিগ বি। কিন্তু তারপর জয়া বচ্চন এন্ট্রি নিয়ে অমিতাভ ও রেখার লাভ স্টোরিতে আনেন টুইস্ট।

কলকাতার হোটেল রুমে বন্দি রেখা, পাশের রুমেই অমিতাভ! তারপর...

Follow Us

সময়টা ছয়ের দশক। রেখার সঙ্গে তখন জমজমাট প্রেম অমিতাভের। বলিউডে তাঁদের নিয়ে ফিসফাস। লোকে তো ভেবেই ছিল রেখার সঙ্গে সংসার পাতবেন বিগ বি। কিন্তু তারপর জয়া বচ্চন এন্ট্রি নিয়ে অমিতাভ ও রেখার লাভ স্টোরিতে আনেন টুইস্ট। যার পর যা ঘটে, তা মোটামুটি সবাই জানেন। তবে এ গল্প কলকাতার। এ গল্প কলকাতার হোটেলে অমিতাভ ও রেখার দিনযাপনের!

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। তখন পরিচালক দুলাল গুহর দো আনজানে ছবির শুটিং করতে কলকাতায় হাজির অমিতাভ ও রেখা। তাঁরা দুজনেই ছিলেন ওবেরয় গ্র্যান্ড হোটেলে। গুঞ্জনে এসেছিল, দুজন আলাদা রুমে থাকলেও, সুযোগ বুঝে একসঙ্গে সময় কাটাতেন।

সেই সময়কার এক গসিপ ম্য়াগাজিনে এসেছিল, শুটিং শেষে অমিতাভকে তাও দেখা যেত গ্র্যান্ডের লবিতে ঘুরতে ফিরতে। কিন্তু রেখা থাকতেন ঘরেই। তিনি নাকি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই ঘরেই সারতেন। ঘর থেকে বাইরে শুটিং ছাড়া বের হতেনই না। তবে অমিতাভ নাকি ঘরে মাঝে মধ্য়ে ঢুঁ মারতেন।

শোনা যায়, হোটেল রুমে রেখার এমন বন্দি থাকার নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ। তিনি নাকি মেকআপ ছাড়া বাইরে হবেন না বলেই ঠিক করেছিলেন। যা কিনা একমাত্র শুটিংয়ের আগেই তিনি করতেন। মেকআপ ছাড়া যাতে হোটেল কর্মীরা তাঁকে না দেখেন, সেই কারণেই রুমেই থাকতেন রেখা। তবে নিন্দুকরা মনে করছেন, অমিতাভের সঙ্গে গোপন সময় কাটানোর জন্য়ই এমন প্ল্যান করেছিলেন বলিউডের এই হিট জুটি।