কেন আজও সংসার হল না সলমনের, দোষ নিজের কাঁধে নিলেন ভাইজান?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 26, 2024 | 2:04 PM

Salman Khan On His Break Up: দোষ কার? আপ কি আদালত -এ এসে সেই প্রসঙ্গে মুখ খুলেছিলেন সলমন খান। সম্পর্ক নিয়ে প্রশ্ন করায় ভাইজান স্পষ্ট জানিয়েছিলেন তাঁর মনের কথা। সলমন খানের কথায়, যখন প্রথম সম্পর্ক ভাঙে তখন দোষ অপর ব্যক্তিকে দেওয়া যায়।

কেন আজও সংসার হল না সলমনের, দোষ নিজের কাঁধে নিলেন ভাইজান?

Follow Us

লমন খান, কেরিয়ারে একাধিকবার বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। সব থেকে বেশি যা চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিল তা হল তাঁর প্রেম জীবন। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্কের খবর রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। তবে সেই সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি। তিনি শেষ পর্যন্ত সেই সম্পর্ককে টিকিয়ে রাখতে পারেননি। তবে দোষ কার? আপ কি আদালত -এ এসে সেই প্রসঙ্গে মুখ খুলেছিলেন সলমন খান। সম্পর্ক নিয়ে প্রশ্ন করায় ভাইজান স্পষ্ট জানিয়েছিলেন তাঁর মনের কথা।

সলমন খানের কথায়, যখন প্রথম সম্পর্ক ভাঙে তখন দোষ অপর ব্যক্তিকে দেওয়া যায়। দ্বিতীয় সম্পর্ক ভাঙলে তখনও তাঁকেই দোষ দেওয়া যায়। তৃতীয় সম্পর্ক ভাঙলে মনে মনে একটু হলেও সন্দেহ জাগে। আর চতুর্থ সম্পর্ক ভাঙলে কোথাও গিয়ে নিজের দোষগুলো খুঁজে দেখতে হয়। তবে যখন ষষ্ঠ সম্পর্ক ভাঙে তখন একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, নাহ দোষ তো আমারই ছিল। সলমন খানের চোখের কোল ভিজে আসে।

দিনের পর দিন বিভিন্ন নায়িকারদের সঙ্গে সম্পর্কে থেকেও আজও তিনি ব্যচেলর। কিন্তু সেই তকমা ঘোচাতে চেয়েছিলেন তিনি বহুবার। কোনও সম্পর্কই বেশিদিন স্থির হয়নি। আর তা খোলসা করে সলমন খানের মেনে নিতেও কোথাও সমস্যা হল না। তিনি খুব সাবলীলভাবেই স্বীকার করে নিয়েছিলেন, জীবনের এই পর্যায় এসে তিনি নিজেকেই দোষ দিয়ে থাকেন। তবে এখনও তাঁর ভক্তরা আশা করে থাকেন যে সুখবর কোনও না কোনওদিন তিনি ঠিকই দেবেন।