ঐশ্বর্য বা ক্যাটরিনা নয়, জুহিকেই বউ করতে চেয়েছিলেন সলমন?

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Nov 15, 2024 | 11:28 AM

বলিপাড়ায় কান পাতলে একটা প্রশ্ন অহরহ শুনতে পাওয়া যায়। তা হল কবে হবে সলমন খানের বিয়ে। তবে এই প্রশ্নের উত্তর এখনও অধরা। তবে ভাইজানের জীবনে যে বসন্ত আসেনি তেমনটা নয়। বলিপাড়ার অনেক নায়িকাদের সঙ্গেই নাম জড়িয়েছিল নায়কের।

ঐশ্বর্য বা ক্যাটরিনা নয়, জুহিকেই বউ করতে চেয়েছিলেন সলমন?

Follow Us

বলিপাড়ায় কান পাতলে একটা প্রশ্ন অহরহ শুনতে পাওয়া যায়। তা হল কবে হবে সলমন খানের বিয়ে। তবে এই প্রশ্নের উত্তর এখনও অধরা। তবে ভাইজানের জীবনে যে বসন্ত আসেনি তেমনটা নয়। বলিপাড়ার অনেক নায়িকাদের সঙ্গেই নাম জড়িয়েছিল নায়কের। জানেন কি সলমন প্রেমে পড়েছিলেন জুহি চাওলার। নায়কের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনের প্রেমের কথা সকলের জানা। তার পর ক্যাটরিনা কইফকেও যে তিনি মন দিয়ে বসেছিলেন সে কথাও কারও অজানা নয়।

কিন্তু কোনও প্রেমই পরিণতি পায়নি। ভাইজানের ভাল লাগার তালিকায় ছিলেন জুহিও। এ কথা অনেকেই জানেন না। সম্প্রতি ভাইরাল হয়েছে অভিনেতার একটি সাক্ষাত্‍কার। যেখানে অভিনেতা বলেন, “আমি জুহির বাবাকে ওকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলাম।” তবে নায়কের প্রস্তাবে একেবারেই রাজি হননি নায়িকার বাবা। সলমন জানান, সটান না করে দিয়েছিলেন। ভাইজানের ধারণা, হয়তো তাঁর রোজগারের জন্যই ‘না’ করেছিলেন সলমনের বাবা।

এই সাক্ষাত্‍কার ভাইরাল হতেই দর্শক মহলে হাসির ফোয়ারা। কেউ লিখেছেন, ‘নিশ্চয়ই খুব দুঃখ পেয়েছিলেন আপনি।’ আবার কারও মন্তব্য, “আপনার সঙ্গে বিয়ে দেননি ভালই হয়েছে।” আবার কেউ লিখেছেন, “কোন ভরসায় বিয়ে দিতেন তাঁরা আপনার সঙ্গে!” উল্লেখ্য, ১৯৯৭ সালে ‘দিওয়ানা মস্তানা’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল জুহি এবং সলমনকে। তার পর অবশ্য় আর একসঙ্গে জুটিতে দেখা যায়নি তাঁদের।

Next Article