এক ‘লরেন্সে’ রক্ষে নেই এবার সলমনের দোসর ‘কপিল’!ভাইজানের বিরুদ্ধে ফের আইনি নোটিস

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Nov 13, 2024 | 10:00 PM

সময়টা মোটেই ভাল যাচ্ছে না সলমন খানের। একের পর এক সমস্যায় জর্জরিত নায়ক। তুন গেরো, ‘দ্য কপিল শর্মা শো’-এ রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা। বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশনের দাবি 'দ্য কপিল শর্মা শো'-এ রবি ঠাকুরকে অবমাননা করা হয়েছে সেই অনুষ্ঠান ভাইজানের প্রযোজিত। এই মর্মে তাঁরা আইনি নোটিসও পাঠিয়েছেন অভিনেতাকে।

এক লরেন্সে রক্ষে নেই এবার সলমনের দোসর কপিল!ভাইজানের বিরুদ্ধে ফের আইনি নোটিস

Follow Us

নভেম্বর মাসের প্রথমেই গলা তুলেছিলেন শ্রীজাত। ‘The Great Indian Kapil Show’-এ কপিল শর্মারই এক সহকারী তথা কৌতুক অভিনেতা কৃষ্ণ অভিষেকের কাণ্ড কারখানা দেখে রেগে যান কবি। সেখানে অভিনেত্রী কাজলের সামনে ‘একলা চলো কে’ গানটি নিয়ে মজা করা নিয়ে বিপুল বিতর্ক তৈরি হয়। এবার সেই বিতর্কে নাম জড়াল অভিনেতা সলমন খানের। বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশনের দাবি ‘দ্য কপিল শর্মা শো’-এ রবি ঠাকুরকে অবমাননা করা হয়েছে সেই অনুষ্ঠান ভাইজানের প্রযোজিত। এই মর্মে তাঁরা আইনি নোটিসও পাঠিয়েছেন অভিনেতাকে। নোটিস যাওয়ার পরেই ‘ভাইজান’-এর তরফে এক বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে তিনি বা তাঁর প্রযোজনা সংস্থা এখন আর এই শো-এর সঙ্গে যুক্ত নন।

এর আগে এই একই ঘটনার জন্য সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট লিখে রেখেছিলেন শ্রীজাত। সেই পোস্টের শুরুতে কপিল শর্মার উত্থান নিয়ে, ইন্ড্রাস্ট্রিতে পাকাপাকি জায়গা করে নেওয়া, ভিড় ঠেলে অন্যতম সেরা কৌতূকাভিনেতা হয়ে ওঠার লড়াইকে কুর্নিশ জানান। কিন্তু, তারপরেই লেখেন, “এইবার রংটা একটু বেশি চড়ে গেছে, তাই লিখছি।” কেন, কোথায়, কীভাবে চড়ল রং, কেনই বা প্রয়োজনে আইনি পথে হাঁটবেন তিনি সেই ব্যখ্যাও দেন।

সাফ লেখেন, ‘দিনপাঁচেক আগে NETFLIX-এ ‘The Great Indian Kapil Show’-এর একটি নতুন পর্ব সংযোজিত হয়, যেখানে অতিথিদের মধ্যে অভিনেত্রী কাজল ও কৃতী স্যানন উপস্থিত থাকেন। সেই পর্বের মাঝামাঝি সময়ে কপিলের এক সহকারী শিল্পী বা কৌতুকাভিনেতা কৃষ্ণ অভিষেক উপস্থিত হন (যিনি নিজের নাম Krushna Abhishek লেখেন), এবং সম্ভবত কাজলকে বাঙালি বংশোদ্ভুত হিসেবে পেয়েই রবীন্দ্রনাথের একটি গানকে মস্করার সরঞ্জাম হিসেবে বেছে নেন। হঠাৎ তো বেছে নেননি, সেভাবেই চিত্রনাট্য সাজানো ছিল। ঠিক কী হয়েছে, কেমনভাবে হয়েছে, এখানে বিস্তারিত বলছি না। কিন্তু ‘একলা চলো রে’ গানটি নিয়ে কৃষ্ণ অভিষেক যে-ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গি ও কথাবার্তার উদ্রেক করেছেন, তা সম্মান ও শালীনতার মাত্রা ছাড়িয়ে বহুদূর চলে গেছে, অন্তত আমার চোখে।’ সমাজমাধ্যমের পাতায় হুঁশিয়ারি দিলেও তাঁরা কোনও আইনি পদক্ষেপ করেননি।

Next Article