বিয়ের পর প্রথম পুজো, অষ্টমীতেই কলকাতা ছাড়ছেন সন্দীপ্তা?

Oct 07, 2024 | 6:52 PM

Sandipta Sen: পুজো হবে পুজোর মতো, মাতৃশক্তির আরাধনা। ফলে সেখান থেকে মুখ ফেরানোর উপায় নেই বলেই TV9 বাংলাকে জানালেন সন্দীপ্তা সেন। বিচারও চাইছেন, প্রতিবাদও করছেন।

বিয়ের পর প্রথম পুজো, অষ্টমীতেই কলকাতা ছাড়ছেন সন্দীপ্তা?

Follow Us

কলকাতার টামলাটাল পরিস্থিতির মধ্যেই পুজো হাজির। দিকে দিকে প্রতিবাদের স্বর ম্লান না হলেও দেবী দূর্গার আরাধনায় কোনও খামতি রাখতে চান না কেউ। পুজো হবে পুজোর মতো, মাতৃশক্তির আরাধনা। ফলে সেখান থেকে মুখ ফেরানোর উপায় নেই বলেই TV9 বাংলাকে জানালেন সন্দীপ্তা সেন। বিচারও চাইছেন, প্রতিবাদও করছেন। তবে বছর ঘুরে ঘরে ফিরছেন উমা, সেই আয়োজন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে নারাজ অভিনেত্রী।

উৎসবে ফিরছেন আপনি?

এবারের পুজোটা আমাদের প্রত্যেকের কাছেই একট অন্য রকম। মনে গভীর দাগ কেটে গিয়েছে। আমরা প্রত্যেকেই বিচার চাইছি। সুবিচারের অপেক্ষায় রয়েছি। পাশাপাশি পুজো এমন একটা বিষয় যার জন্য সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে। পুজো শুধু আনন্দ উৎসবই নয়, বহু মানুষের আনন্দ উৎসবও। সেই কথাটা মাথায় রেখেই সবটা আয়োজন করা। মা দূর্গা বাপের বাড়িতে আসছেন। ফলে আপায়ন তো করতেই হবে। যা যা রীতি মেনে পুজো করা হয় সবটাই হবে। যাঁদের রোজগার এর সঙ্গে জড়িয়ে তাঁদের কথা ভাবতে হবে। তবে মনের মধ্যে খারাপ লাগাটা তো থাকবেই।

পুজোর প্ল্যান কী?

পুজোয় তো কাজ রয়েছে, ষষ্ঠী পর্যন্ত। সপ্তমী-অষ্টমীতে কোনও কাজ নিইনি। অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেব। তবে এবার মনে হয় অষ্টমীর অঞ্জলীটা হবে না। কারণ সময়টা ভারী অদ্ভুত। নবমীর পুষ্পাঞ্জলি দেব। এছাড়া বন্ধুদের সঙঅগে আড্ডা, মা-বাবার সঙ্গে খাওয়া-দাওয়া, এগুলো থাকবে।

বিয়ের পর প্রথম পুজো, স্পেশ্যাল কী প্ল্যান?

অবশ্যই বিয়ের পর প্রথম পুজো। একটু বিশেষত্ব তো থাকবেই। প্রথম তো আর দ্বিতীয়বার আসে না। আমার সৌমির কাছে সত্যি ভীষণ স্পেশ্যাল এই বছরটা।

পুজোর উপহারে কে কাকে কী দিলেন?

সৌম্য আমায় দুটো ড্রেস দিয়েছে। একটা শাড়িও দিয়েছে। আমি ওকে পাঞ্জাবী দিয়েছি। কয়েকটা ফরমাল শার্ট দিয়েছি।

পুজোয় কলকাতার বাইরে তো যাওয়া হয়, এবার কোনও প্ল্যান নেই?

প্রতিবারই কোথাও না কোথাও যাওয়া হয়। কলকাতায় অষ্টমী অবধি কাটিয়ে নবমীতে যাই। এবার যেহেতু একটা দিন এগিয়ে গিয়েছে, নবমী-অষ্টমী এক দিনে পড়েছে, তাই একদিন এগিয়েই যাচ্ছি। ভারতের মধ্যেই একটা মিষ্টি জায়গা খুঁজে নিয়েছি। সেখানেই ক’টাদিন একান্তে কাটাব সময়।

Next Article