নয়া লুকে ভাইরাল সংঘশ্রী, ‘মিত্তির বাড়ি’-তে কোন চমক অপেক্ষায়?
বেশকিছু ধারাবাহিক ও ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন সংঘশ্রী। কিছুদিন আগে রিতেশ দেশমুখের সঙ্গে তিনি অভিনয় করে এসেছেন মুম্বইয়ে। এছাড়াও মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে 'আড়ি' ছবিতে অভিনয় করে দর্শকদের ভালবাসা কুড়িয়েছেন অভিনেত্রী।

প্রতি সপ্তাহেই ধারাবাহিকের রেটিং চার্টে চলে সাপ-সিড়ির খেলা। কোনও সপ্তাহে একটি সিরিয়াল এগিয়ে, তো কোনও সপ্তাহে অন্য ধারাবাহিকের রমরমা। দর্শকদের মন পেতে চলে গল্পে নানা পালাবদল। সপ্তাহে-সপ্তাহে ধারাবাহিকের কাহিনির নানা মোচড়। তেমনই কোনও ধারাবাহিকের গল্পে নতুনত্ব আনতে দেখা যায়, নতুন-নতুন চরিত্রদের আমদানীও চোখে পড়ে। এবার তেমনই জি বাংলার পর্দায় দেখা যাচ্ছে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে আসছে নতুন এক চরিত্র– নাম তন্বী বোস।
এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সংঘশ্রী সিনহা মিত্র। ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকের এই চরিত্রের যে লুক সামনে আসছে, সেটা দেখে অবশ্য এখনই বোঝার উপায় নেই, যে এই চরিত্রের চমক কী হতে চলেছে। তবে চরিত্রটি একজন ফান লাভিং উকিলের। যদিও স্যোশাল মিডিয়ায় তাঁর এই লুক বেশ সাড়া ফেলেছে। ববকাট চুল, সঙ্গে চশমা। এর আগে সংঘশ্রীকে এই ধরনের আরবান লুকে খুব একটা দেখেনি দর্শক। এখন দেখার, ‘মিত্তির বাড়ি’তে তন্বী রূপী সংঘশ্রীর চরিত্র ধারাবাহিকের টিআরপি বাড়াতে কতটা সাহায্য করে?
প্রসঙ্গত, বেশকিছু ধারাবাহিক ও ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন সংঘশ্রী। কিছুদিন আগে রিতেশ দেশমুখের সঙ্গে তিনি অভিনয় করে এসেছেন মুম্বইয়ে। এছাড়াও মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘আড়ি’ ছবিতে অভিনয় করে দর্শকদের ভালবাসা কুড়িয়েছেন অভিনেত্রী। আপাতত চলছে ‘মিত্তির বাড়ি’র শ্যুট। দর্শকদের মনে কতটা দাগ কাটবে সংঘশ্রীর এই নতুন চরিত্র, সেটাই এখন দেখার।
