মান্যতার হাতের খাবার খেয়েই নাদিয়াকে ছেড়ে তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন ‘মুগ্ধ’ সঞ্জয়

utsha hazra |

Feb 11, 2021 | 3:11 PM

আজ তাঁদের বিয়ের দিন। ২০০৮ থেকে ২০২১—কম সময় নয়!ফিল্মি পরিবার থেকে শত হস্ত মান্যতার সঙ্গে কীভাবে আলাপ হল সঞ্জয়ের? কীভাবেই বা হল প্রেম?

মান্যতার হাতের খাবার খেয়েই নাদিয়াকে ছেড়ে তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন ‘মুগ্ধ’ সঞ্জয়
বিয়ের দিনে সঞ্জয় ও মান্যতা

Follow Us

সঞ্জয় দত্ত। বলিউডের সঞ্জু বাবা। তাঁর ব্যক্তিগত জীবন যেন বিতর্কের সমার্থক। অর্ধেকেরও বেশি জীবন পেরিয়ে আজ তিনি ঘোরতর সংসারী। বোহেমিয়ান, ক্যাসেনোভা সঞ্জয়ের এই সংসারী রূপ যার হাত ধরে তিনি মান্যতা দত্ত, সঞ্জয় দত্তের স্ত্রী। আজ তাঁদের বিয়ের দিন। ২০০৮ থেকে ২০২১—কম সময় নয়!ফিল্মি পরিবার থেকে শত হস্ত মান্যতার সঙ্গে কীভাবে আলাপ হল সঞ্জয়ের? কীভাবেই বা হল প্রেম?

সঞ্জয়ের সঙ্গে যখন মান্যতার আলাপ হয় তখন তাঁর ব্যক্তিগত জীবন উথালপাথাল। প্রথম স্ত্রী রিচা শর্মা মারা গিয়েছেন ১৯৯৬ সালে। মডেল-অভিনেত্রী রিয়া পিল্লাইয়ের সঙ্গেও বিয়ে প্রায় ভাঙতে বসেছে। চারিদিকে তাঁকে নিয়ে বিতর্ক। এমন সময়েই সঞ্জয়ের সম্পর্কের গুঞ্জন শোনা যায় জুনিয়র আর্টিস্ট নাদিয়া দুরানির সঙ্গে। নাদিয়া ভালবেসেছিলেন সঞ্জয়ের খ্যাতি। আলিশান জীবনযাপন, সঞ্জয়ের বান্ধবীর হওয়ার সুযোগ খাটিয়ের পরিচিতি পেতে চেয়েছিলেন বলিউডে।

 

মান্যতার সঙ্গেও সঞ্জুবাবার প্রথম আলাপ এক সিনেমার সেটেই। মান্যতার আসল নাম ছিল দিলনওয়াজ শেখ। সেটে সঞ্জয়ের জন্য ভালমন্দ রানা করে নিয়ে আসতেন মান্যতা। তাঁর কী পছন্দ, কী না পছন্দ সে সব দিকে নজর ছিল তাঁর। সঞ্জয়কে নিয়ে মান্যতা ছিলেন ভীষণ ‘প্রোটেকটিভ’। গোটা ব্যাপারটাই নজর এড়ায়নি সঞ্জয় দত্তেরও। খুব কম সময়েই নাদিয়ার প্রতি তাঁর ভালবাসা উবে গিয়ে তা পৌঁছে যায় মান্যতার কাছে। তাঁর রান্নাতেও মুগ্ধ ছিলেন সঞ্জয়।

আরও পড়ুন:মিস ইন্ডিয়া ২০২০ হলেন তেলেঙ্গনার মনসা বারাণসী

শুরু হল মান্যতা-সঞ্জয়ের প্রেম। সবাই বলেছিল এ প্রেম টিকবে না। সঞ্জয়ের নারী আসক্তির কথা ইন্ডাস্ট্রিতে অজানা ছিল না কারও। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গোয়ায় বিয়ে করেন ওরা। মান্যতাকে প্রথমে মেনে নেননি সঞ্জয়ের পরিবার। বিয়েতেও আসেননি। পরে অবশ্য সমীকরণ বদলেছে। আজ সঞ্জয়ের বোনেদের সঙ্গে খুব ভাল সম্পর্ক মান্যতার। সঞ্জয় এবং মান্যতার দুই জমজ সন্তানও রয়েছে।

 

আজ বিবাহবার্ষিকীতে মান্যতা এবং সঞ্জয় ইনস্টাগ্রামে ভালবাসার পোস্ট করেছেন। বিয়ের ছবি শেয়ার করে মান্যতা লিখেছেন, “দু’জনের জীবনের সাদা-কালোকে মেনে নিয়েই আরও একটা বছর পার।“ অন্যদিকে স্ত্রীর জন্য সঞ্জু বাবার বার্তা, “তখনও ভাল বেসেছিলাম। এখন আরও ভালবাসি”। বিতর্ক, সমালোচনা, জীবনের ওঠাপড়াকে দূরে সরিয়ে আজ তাঁরা সুখী দম্পতি।

আরও পড়ুন:বলিউডে কোন ‘বড়’ ছবি দিয়ে শুরু হচ্ছে সিনেমা হলে রিলিজ-যাত্রা?

Next Article