বলিউডে কোন ‘বড়’ ছবি দিয়ে শুরু হচ্ছে সিনেমা হলে রিলিজ-যাত্রা?

অপেক্ষার শেষ। একশো শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমা হলগুলো খোলার অনুমতি দিয়েছে ভারত সরকার। স্বাভাবিকভাবেই নড়েচড়়ে বসেছে প্রযোজক এবং সিনেমা হলের মালিকরা। এবার ‘মেজর’ ছবিগুলো রিলিজ করার কথা ভাবছে গোটা বলিউড ইন্ডাস্ট্রি।

বলিউডে কোন ‘বড়’ ছবি দিয়ে শুরু হচ্ছে সিনেমা হলে রিলিজ-যাত্রা?
প্রতীকী ছবি (সিনেমা হল)
Follow Us:
| Updated on: Feb 11, 2021 | 2:20 PM

অপেক্ষার শেষ। একশো শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমা হলগুলো খোলার অনুমতি দিয়েছে ভারত সরকার। স্বাভাবিকভাবেই নড়েচড়়ে বসেছে প্রযোজক এবং সিনেমা হলের মালিকরা। এবার ‘মেজর’ ছবিগুলো রিলিজ করার কথা ভাবছে গোটা বলিউড ইন্ডাস্ট্রি।

৫০ শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমা হলগুলো যখন খুলেছিল, তখনও ‘ইন্দু কী জাওয়ানি’, ‘মাদাম চিফ মিনিস্টার’এর মত কিছু হিন্দি ছবি রিলিজ করেছিল ঠিকই, কিন্তু কোনওটাই সেই অর্থে ‘মেজর’ ছবি নয়। বড় ব্যানারের বড় ছবি সেই সময় একটাও রিলিজ করেনি। অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’, রণবীর সিংয়ের ‘83’ পিছিয়ে দেওয়া হয়েছিল।

ভারত সরকারের নতুন নিয়ম মেনে বলিউডে বড় ব্যানারের ছবিগুলো এবার রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজকরা। একশো শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমা হলগুলো খুললেও দর্শক আসবেন কি না তা নিয়ে অবশ্য ধোঁয়াশা আছে। তাই একটু ‘সেফ মোডে’ খেলতে চায় বলিউড। ফেব্রুয়ারিতে কোনও বড় ছবি সিনেমা হলে রিলিজ করছে না। দর্শকউপস্থিতির প্রতিক্রিয়া দেখে মার্চের প্রথম সপ্তাহ থেকে বড় ছবিগুলো রিলিজ করার পরিকল্পনা করেছেন প্রযোজকরা।

rajkumar2

সারা আলি খান-রাজকুমার রাও

এখন প্রশ্ন হচ্ছে কোন ‘বড়’ ছবি দিয়ে বলিউডে এই রিলিজযাত্রা শুরু হচ্ছে? শোনা যাচ্ছে দিনেশ বিজনের ‘রুহি আফজানা’ দিয়ে এই যাত্রা শুরু হচ্ছে। মার্চের প্রথম সপ্তাহে সিনেমা হলে রিলিজ করছে জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাও অভিনীত ‘রুহি আফজানা’। মজার ঘটনা হল, দিনেশ বিজনের ‘আংরেজি মেডিয়াম’ ছিল লকডাউনের আগে সিনেমা হলে মুক্তিপাওয়া শেষ ছবি। ১২ মার্চ মুক্তি পেয়েছিল ইরফান খান অভিনীত ‘আংরেজি মেডিয়াম’। এর কিছুদিন পর দেশজুড়ে লকডাউন শুরু হয়। আবার দিনেশ বিজনের হাত ধরেই বলিউডে শুরু হচ্ছে সিনেমা হলে রিলিজযাত্রা।

আরও পড়ুন :রামলিঙ্গ রাজুর বায়োপিক নিয়ে বলিউডে এবার তৈরি হচ্ছে ছবি

রুহি আফজানা’ হররকমেডি। পরিচালনায় হার্দিক মেহেতা। এই প্রথম জুটি বাঁধছেন জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাও।