মিস ইন্ডিয়া ২০২০ হলেন তেলেঙ্গনার মনসা বারাণসী

২৩ বছরের মনসা পেশাদার ফিনান্সিয়াল ইনফরমেশন এক্সচেঞ্জ অ্যানালিস্ট। ২০২১-এর ডিসেম্বরে ৭০তম মিস ওয়ার্ল্ড পিজেন্ট-এ অংশ নেবেন তিনি।

মিস ইন্ডিয়া ২০২০ হলেন তেলেঙ্গনার মনসা বারাণসী
মিস ইন্ডিয়া ২০২০-র মুকুট উঠল মনসা বারাণসীর মাথায়।
Follow Us:
| Updated on: Feb 11, 2021 | 2:05 PM

মিস ইন্ডিয়া ২০২০-র মুকুট উঠল মনসা বারাণসীর মাথায়। মনসা আদতে তেলেঙ্গনার কন্যা। আজ বৃহস্পতিবার ২০১৯-এর মিস ইন্ডিয়া রাজস্থানের সুমন রতন সিং মনসার মাথায় মুকুট পরিয়ে দেন।

২৩ বছরের মনসা পেশাদার ফিনান্সিয়াল ইনফরমেশন এক্সচেঞ্জ অ্যানালিস্ট। ২০২১-এর ডিসেম্বরে ৭০তম মিস ওয়ার্ল্ড পিজেন্ট-এ অংশ নেবেন তিনি।

উত্তরপ্রদেশের মান্যা সিং মিস ইন্ডিয়া ২০২০-র রানার আপ হয়েছেন। মিস গ্র্যান্ড ইন্ডিয়া ২০২০-র সম্মান পেয়েছেন মণিকা শিওকান্ড।

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মঞ্চে সেরা সুন্দরী বেছে নেওয়া হয়। অপারশক্তি খুরানা, বাণী কাপুরের মতো শিল্পীরা পারফর্ম করেন এই অনুষ্ঠানে। জুরি প্যানেলে ছিলেন নেহা ধুপিয়া, চিত্রাঙ্গদা সিং, পুলকিত সম্রাটের মতো শিল্পীরা। ফ্যাশন ডিজাইনার জুটি ফাল্গুনী এবং শেন পিককও ছিলেন বিচারকের আসনে। আগামী ২৮ ফেব্রুয়ারি টিভির পর্দায় এই অনুষ্ঠান দেখতে পাবেন দর্শক।