রামলিঙ্গ রাজুর বায়োপিক নিয়ে বলিউডে এবার তৈরি হচ্ছে ছবি
সত্যম কম্পিউটার সার্ভিসের প্রাক্তন সিইও রামলিঙ্গ রাজুর বায়োপিক নিয়ে বলিউডে এবার তৈরি হচ্ছে ছবি। ছবিটি পরিচালনা করছেন পরিচালক নাগেশ কুকুনুর। প্রযোজনায় অ্যাপ্লাউস এন্টারটেইনমেন্ট।
সত্যম কম্পিউটার সার্ভিসের প্রাক্তন সিইও রামলিঙ্গ রাজুর বায়োপিক নিয়ে বলিউডে এবার তৈরি হচ্ছে ছবি। ছবিটি পরিচালনা করছেন পরিচালক নাগেশ কুকুনুর। প্রযোজনায় অ্যাপ্লাউস এন্টারটেইনমেন্ট।
রামলিঙ্গ রাজু একজন বিতর্কিত চরিত্র। সত্যম কম্পিউটার থেকে ৭১৩৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ তাঁর বিরুদ্ধে করা হয়। ২০০৯ সালে কিংশুক নাগ ‘ডবল লাইফ অফ রামলিঙ্গ রাজু’ নামে একটি বই লেখেন। এই বই থেকেই অনুপ্রানিত হয়ে তৈরি হচ্ছে ছবিটি। পরিচালক নাগেশ কুকুনুর বলেন “ বইটা পড়ে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আবার একটা নতুন জার্নি শুরু হচ্ছে। এটা একটা বায়োপিক থ্রিলার। এই ধরণের প্রজেক্টে নিজে যুক্ত হতে পেরে ভাল লাগছে।” প্রযোজক সমীর নায়ার জানিয়েছেন বায়োপিক দেখতে মানুষ সব সময় ভালবাসে। সত্যি ঘটনা তুলে ধরার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। নাগেশ কুকুনুর নিজে একজন ইঞ্জিনিয়র। তিনি এই ঘটনা আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন।
রামলিঙ্গ রাজুর চরিত্রে কে অভিনয় করছেন তা অবশ্য জানা যায়নি। ছবির নামও এখনও ঠিক হয়নি। লেখক কিংশুক নাগ জানিয়েছেন তিনি খুব খুশি যে তাঁর লেখা বই থেকে ছবি হচ্ছে। তাঁর বিশ্বাস তিনি যা লিখে উঠতে পারেননি, সিনেমায় তা অনায়াসে দেখান যেতে পারে। তিনি রামলিঙ্গ রাজুর বায়োপিক নিয়ে যথেষ্ট আশাবাদী।
আরও পড়ুন :ভারতের বহু প্রথম সারির পরিচালকের কেরিয়ার শুরু হয়েছে আমার সঙ্গেই: কঙ্গনা রানাওয়াত