১৬ বছর পর আবার বিয়ে করলেন সঞ্জয় দত্ত, নায়কের সাতপাক ঘোরার ভিডিয়ো ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Oct 09, 2024 | 4:11 PM

সঞ্জয় দত্ত এবং মান্য়তা দত্ত তাঁদের নিয়ে আলোচনার শেষ নেই। আচমকাই ভাইরাল তারকা দম্পতির ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে গেরুয়া রঙের ধুতি, পাঞ্জাবীতে রয়েছেন অভিনেতা। আর তাঁর স্ত্রী মান্যতার পরনে সাদা রঙের সালোয়ার কামিজ। মাথায় ওড়না দিয়ে ঘোমটা দেওয়া। আগুনকে সাক্ষী রেখে বউয়ের হাত ধরে ঘুরে চলেছেন সঞ্জয়।

১৬ বছর পর আবার বিয়ে করলেন সঞ্জয় দত্ত, নায়কের সাতপাক ঘোরার ভিডিয়ো ভাইরাল

Follow Us

সঞ্জয় দত্ত এবং মান্য়তা দত্ত তাঁদের নিয়ে আলোচনার শেষ নেই। আচমকাই ভাইরাল তারকা দম্পতির ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে গেরুয়া রঙের ধুতি, পাঞ্জাবীতে রয়েছেন অভিনেতা। আর তাঁর স্ত্রী মান্যতার পরনে সাদা রঙের সালোয়ার কামিজ। মাথায় ওড়না দিয়ে ঘোমটা দেওয়া। আগুনকে সাক্ষী রেখে বউয়ের হাত ধরে ঘুরে চলেছেন সঞ্জয়। যা দেখে অনেকে অবাকই হয়েছেন। আগুনকে সাক্ষী রেখে বিয়ের এতগুলো বছর পর আবার সাতপাক ঘুরলেন নায়ক। প্রায় ১৬ বছরের দাম্পত্য তাঁদের। এই কয়েক বছরে জীবনে অনেকটাই পরিশ্রম করতে হয়েছে তাঁদের। মাঝে অনেক গুলো দিন কারাগারে কাটিয়েছেন সঞ্জয়। তাঁদের যমজ দুই সন্তানকে প্রায় একা হাতেই বড় করেন মান্যতা। ফলে স্ত্রীয়ের কাছে খুবই কৃতজ্ঞ অভিনেতা। বিয়ের ১৬ বছর পর আবারও বিয়ে করলেন সঞ্জয়। তবে স্ত্রী মান্যতাই।

 

উল্লেখ্য, নব্বই দশকের গোড়ার কথা, তখন সিনে দুনিয়ায় একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিচ্ছেন এই জুটি। একে অন্যের সঙ্গে ডেটিং-এও মত্ত। প্রকাশ্যে ধরা দিতেন তিনি। কিছু দিনের মধ্যেই সামনে খবর আসে তাঁরা বিয়ে করতে চলেছেন। সঞ্জয় দত্ত সেই সময় ছিলেন বিটাউন ক্যাসানোভা। তাতেই কি বিপত্তি! না। এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত নিজেই গান উল্টো সুর। তিনি নাকি মোটের ওপর ৩০০-র বেশি মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন।

যদিও বাস্তবে রয়েছে অন্য কাহিনি। মাধুরীকে সঞ্জয় দত্ত প্রকৃতই ভালবেসে ছিলেন। যখন তাঁর নামের সঙ্গে টাডা কেস জড়িয়ে যায়, তখনই মাধুরী নিজেকে সরিয়ে নেন এই সম্পর্ক থেকে। তাঁর বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হয় বাইরে। এরপর ভেঙে যায় তাঁদের জুটি। যদিও এই নিয়ে দুজনের মধ্যে কেউই মুখ খোলেননি কোনও দিন। তবে বি-টাউনের এই প্রেমকাহিনি চাপা থাকেনি।

Next Article